খুলনা মেট্রোপলিটন এলাকার সদর থানার মাদক মামলায় ১০ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি মো. সুজন মোল্লা (৩৪) কে ফেনী থেকে গ্রেপ্তার করেছে র্যাব।
বুধবার (১০ জুলাই) রাতে ফেনীর সদর থানার বারাহিপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গোপালগঞ্জ জেলার কোটালিপাড়া থানার মৃত সোহরাব মোল্লার ছেলে সুজন।
র্যাব–৭ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব জানতে পারে সাজাপ্রাপ্ত পলাতক আসামি ফেনী সদর উপজেলার বারাহীপুর এলাকায় অবস্থান করছে। র্যাবের একটি দল ১০ জুলাই বুধবার রাতে অভিযান পরিচালনা করে আসামি মো. সুজন মোল্লাকে গ্রেপ্তার করে।
জিজ্ঞাসাবাদে সুজন জানায়, ওই মামলায় ১০ বছরের সশ্রম কারাদন্ড ও ১০ হাজার টাকা অর্থদন্ড প্রাপ্ত পলাতক আসামি বলে স্বীকার করে। আরো পৃথক ২টি মামলায় ১ বছর ৬ মাসের কারাদন্ডের সাজাপ্রাপ্ত আসামি হওয়ার কথাও স্বীকার করে।
ফেনীর র্যাবের কোম্পানি অধিনায়ক মোহাম্মদ সাদেকুল ইসলাম জানান, আসামিকে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য গোপালগঞ্জের কোটালিপাড়া থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।
এর আগে, গত ২০১৮ সালের ফেব্রুয়ারি মাসে তাকে ১০০ পিস ইয়াবা সহ খুলনা মেট্রোপলিটন এলাকার সদর থানা পুলিশ শিববাড়ি মোড় এলাকা থেকে গ্রেফতার করে।পরে পুলিশ বাদী হয়ে তার বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন। সেই মামলার শেষে পুলিশ তার বিরুদ্ধে প্রতিবেদন দাখিল করেন। দাখিলকৃত প্রতিবেদন এবং সাক্ষীদের সাক্ষ্য গ্রহণ শেষে আদালত গত ২০২০ সালে দোষী সাব্যস্ত করে তার অনুপস্থিতিতে তাকে ১০ বছরের সশ্রম কারাদন্ড এবং ১০ হাজার টাকা অর্থদন্ডের সাজা প্রদান করে রায় দেন। সে বিচারকার্য চলাকালীন বিজ্ঞ আদালত থেকে জামিনে বের হয়ে আত্মগোপনে চলে গিয়ে পলাতক থাকে।
আবদুল্লাহ/ সুপ্তি/ দীপ্ত সংবাদ