চলমান সরকারি চাকরিতে কোটা পদ্ধতির বাতিলের অন্দোলনে অংশ নেয়ায় প্রাণনাশের হুমকি পেয়েছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) নাট্যকলা বিভাগের শিক্ষার্থী তালাত মাহমুদ রাফি।
এ ঘটনায় সোমবার (৮ জুলাই) প্রক্টর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মোহাম্মদ নুরুল আজিম শিকদারের কাছে নিরাপত্তা চেয়ে আবেদন করেছেন।
জানা গেছে, চলমান কোটা বাতিলের আন্দোলনে সম্বনয়ক হিসেবে দায়িত্ব পালন করছেন নাট্যকলা বিভাগের শিক্ষার্থী খান তালাত মাহমুদ রাফি।
চিঠিতে তালাত মাহমুদ লিখেছেন; গতকাল আনুমানিক রাত ১০:২৫ মিনিটে চবি শিক্ষার্থী রাফির বাবার ফোনে অজ্ঞাত এক নাম্বার থেকে কল দিয়ে প্রাণনাশের হুমকি দেয়। বলা হয়, ‘আপনার ছেলে যদি কোটা আন্দোলন থেকে সরে না আসে তাহলে আপনার ছেলের লাশ পাবেন। ফোন নাম্বারটি হলো 01516069948।’
এ ঘটনায় জীবনের নিরাপত্তা চেয়ে বিশ্ববিদ্যালয় বরাবর আবেদন করেন ওই শিক্ষার্থী।
ওই হুমকি দেয়া ফোন নম্বরটি থ্রু–কলারে দেখা যায়, ‘হৃদয় সিএলসটি‘
আল/ দীপ্ত সংবাদ