চাঁদপুর মেঘনা নদীতে অভিযান পরিচালনা করে ১০টি ড্রেজার, একটি বাল্কহেড ও ২ টি স্পিডবোটসহ ৪৩ জনকে আটক করা হয়েছে।
শনিবার (০৭ জুলাই) সকাল ১১ টা থেকে দুপুর সাড়ে ৩ টা পর্যন্ত মতলব উত্তর উপজেলার মেঘনা নদীর নাসিরকান্দি এলাকায় উপজেলা প্রশাসন, নৌ পুলিশ ও কোস্টগার্ড যৌথ অভিযান পরিচালনা করে।
মোহনপুর নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. কামরুজ্জামান জানান, মতলব উত্তরে মেঘনা নদীর নৌ সীমানায় পূর্বেও অবৈধ ড্রেজার ও বাল্কহেডের উপর অভিযান চালানো হয়েছে। সেই ধারাবাহিকতায় আজও আমাদের যৌথ অভিযান পরিচালিত হয়েছে।
নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ আরও জানান, অভিযানে ড্রেজার, বাল্কহেড ও স্পিডবোটসহ ৪৩ জনকে আটক করা হয়েছে। এ সময় তাদের নিকট থেকে অবৈধ বালু বিক্রয় করা ১১ লাখ ৪১ হাজার ৫০০ টাকাও উদ্ধার করা হয়।
অভিযানে উপস্থিত ছিলেন মতলব উত্তর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) হিল্লোল চাকমা, মোহনপুর নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. কামরুজ্জামান, চীফ পেটি অফিসার মো. শফিকুল ইসলাম, উপজেলা প্রশাসন ও কোস্টগার্ডের সদস্যরা।
এসএ/দীপ্ত সংবাদ