কালচারাল জার্নালিস্ট ফোরাম অব বাংলাদেশ- ”সিজেএফবি পারফর্মেন্স অ্যাওয়ার্ড” উপলক্ষ্যে রাজধানীর বঙ্গবন্ধু সম্মেলন কেন্দ্রে বর্ণিল আয়োজনে হয়ে গেলো তারকাদের মেলা। নিজ নিজ ক্ষেত্রে অবদানের জন্য ৩০ জনকে সম্মাননা দেওয়া হয়েছে।
২১তম এই আসর বড় ও ছোট পর্দার তারকা ও গুণীজনের মিলনমেলায় পরিণত হয়। চলচ্চিত্র ও সাংবাদিকতাসহ পাঁচ বিভাগে বিভিন্ন ক্যাটাগরিতে ৩০ জনকে দেওয়া হয় বিশেষ সম্মাননা। সম্মাননা পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন তারা। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী হাছান মাহমুদ। তিনি বলেন, এই আয়োজন শিল্প-সংস্কৃতির বিকাশে গুরুত্বপূরণ ভূমিকা রাখবে।
অনুষ্ঠানে উপস্থিত এক অভিনেতা বলেন, সিনেমা বা নাটকের লোক হিসেবে ভিন্ন ভিন্ন সাধের ভিন্ন ভিন্ন চরিত্র করাটাই আমার কাছে অনেক আনন্দের।
এই আয়োজন নিয়ে আরেক অভিনেত্রী বলেন, এটি একটি ভালো উদ্যোগ যে সাংবাদিক ভাইদের মাধ্যমে যখন শিল্পীদেরকে সম্মানিত করা হয়। সেটি একটি অনেক ভালো ব্যাপার।
আফ/দীপ্ত সংবাদ