ইউরো চ্যাম্পিয়নশিপের কোয়ার্টার ফাইনালে শনিবার রয়েছে দুটি ম্যাচ। বাংলাদেশ সময় রাত দশটায় ইংল্যান্ডের মুখোমুখি হবে সুইজারল্যান্ড। রাত একটায়, চমক দেখানো তুরস্কের প্রতিপক্ষ শক্তিশালী নেদারল্যান্ডস।
পাঁচ নতুন মুখের বিপরীতে, অভিজ্ঞ তিন ফুটবলার রাহিম স্টার্লিং, মার্কাস র্যাশফোর্ড ও হেন্ডারসনকে বাদ দিয়ে ইউরোর জন্য দল ঘোষণা করেন ইংল্যান্ডের কোচ গ্যারেথ সাউথগেট। ওই তিনজনের অনুপস্থিতি টুর্নামেন্ট শুরুর পর টের পাচ্ছে থ্রি–লায়ন্সরা। সি–গ্রুপের ম্যাচে দুই ড্র আর এক জয়ে অনেকটা ভাগ্যের জোরে শেষ আটে জায়গা করে নেয় তারা।
ইংলিশদের কোচ হিসেবে নিজের শততম ম্যাচে দল বিদায় নিলে, দায়িত্ব থেকেও বিদায় নিবেন সাউথগেট, তা ভাল করেই জানেন তিনি। দলটির পারফরম্যান্সের জন্য সমালোচিত হচ্ছে তার স্ট্র্যাটেজি। তাই কোয়ার্টারে ফাইনালে ইংল্যান্ডকে চেনা ছন্দে দেখা যাবে কি–না, সেটাই এখন দেখার বিষয়।
আসরে সুইজারল্যান্ডের শুরুটা দারুণভাবে। গ্রুপে ইতালিকে হারিয়ে, জার্মানিকে রুখে দিয়ছে দলটি। ইউরোর গেল আসরে কােয়ার্টারে স্পেনের কাছে হেরে বিদায় নেওয়া দলটির, এবারের লক্ষ্য আরও বড়।
১৯৯৮ সালের ইউরো বিজয়ী নেদারল্যান্ডস, পরের আসরগুলোতে ছিলো নির্বিষ। কোয়ার্টারে টিকিট পেতে তাদের অপেক্ষা করতে হয়েছে ১৬ বছর। এবারের আসরে তাদের ভাগ্য যেমন সহায়ক, তেমনটি মাঠের পারফম্যান্সও ছিল চোখ পড়ার মতো।
শেষ আটে ডাচদের পথের কাঁটা তুরস্ক। দলটির সবচেয় বড় সাফল্য ২০০৮ সালে সেমিফাইনাল খেলা। সেইবার জার্মানির কাছে হারতে হয় তাদের। এরপর তিনবার র্টুনামেন্টে খেললেও কখনো শেষ আটে পৌঁছাতে পারেনি তুর্কিরা।
আল / দীপ্ত সংবাদ