দিনাজপুরে আমবোঝাই ট্রাকের সঙ্গে নাবিল পরিবহন বাসের মুখোমুখি সংঘর্ষে এক শিশুসহ ৫জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ২৮ জন। আহতদের দিনাজপুরের এম. আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শুক্রবার (৫ জুলাই) সকাল ৬টার দিকে দিনাজপুর–ফুলবাড়ী মহাসড়কের পাঁচবাড়ী বাজার চকরামপুর (দইসই) এলাকায় আরিয়ান পেট্রোল পাম্পের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন– নাবিল পরিবহন বাসের সুপারভাইজার রাজেশ বাহাদুর (৪০), ট্রাক হেলপার মোঃ আলী (৫০) ট্রাক চালক নূর মোহাম্মদ হাসু (৩০), শিশু বিভা (১০), শিশু জায়না ( ৫ মাস)।
বিষয়টি নিশ্চিত করেছেন দিনাজপুর কোতোয়ালি থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফরিদ হোসেন।
ওসি জানান, ভোরে চকরামপুর গ্রামে ঢাকা থেকে রানীশংকৈলগামী নাবিল পরিবহনের একটি বাসের সঙ্গে বিপরীত দিকে থেকে আসা আমবোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে ট্রাকের চালক হাসু (৪০) ও নাবিল পরিবহনের হেলপার নিহত হন।
ওসি আরও জানান, আহত ২৮ জনকে উদ্ধার করে দিনাজপুর এম. আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় এক শিশুসহ ৩ জন মারা যান। তাৎক্ষণিকভাবে নিহত ৪ জনের পরিচয় পাওয়া যায়নি।
কোতোয়ালি থানার উপপরিদর্শক (এসআই) হাসান মোহাম্মদ রুবেল জানান, ফারার সার্ভিসের কর্মীদের সহায়তায় রেকারের মাধ্যমে রাস্তা থেকে বাসটিকে পুলিশ লাইনে নেওয়া হয়েছে এবং ট্রাকটিকে আরিয়ান পেট্রোল পাম্পের পাশে রাখা হয়েছে।
দিনাজপুর সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জিন্না আল মামুন বলেন, ‘বর্তমানে যান চলাচল স্বাভাবিক রয়েছে। এ ঘটনায় আইনগত পদক্ষেপ প্রক্রিয়াধীন রয়েছে।’
এসএ/দীপ্ত সংবাদ