মিয়ানমারে যুদ্ধ থামাতে বিভিন্ন পক্ষের সঙ্গে কথা বলছে চীন। যা রোহিঙ্গা প্রত্যাবাসনের পথ উন্মুক্ত করবে বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন।
বৃহস্পতিবার (৪ জুলাই) সকালে কূটনীতিক সংবাদদাতাদের সংগঠন ডিকাব আয়োজিত ‘ডিকাব টকে‘ অংশ নিয়ে একথা বলেন তিনি।
রাষ্ট্রদূত জানান, মিয়ানমারের অভ্যন্তরীণ পরিস্থিতি অত্যন্ত জটিল হয়ে পড়েছে। কিন্তু যত জটিলই হোক চীন চেষ্টা করে যাবে দেশটিতে যুদ্ধবিরতি আনার। যুদ্ধবিরতি না হলে রোহিঙ্গা প্রত্যাবাসন কঠিন হবে বলে মত দেন তিনি।
এসময় ইয়াও ওয়েন আরও জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনার আসন্ন চীন সফরে অবকাঠামো উন্নয়ন, বিনিয়োগ বৃদ্ধি, বাণিজ্য সম্প্রসারণ, কৃষি সহযোগিতা, ফ্রি ট্রেড এগ্রিমেন্ট, ডিজিটাল ইকোনোমি, শিক্ষা, গণমাধ্যমের সঙ্গে সহযোগিতা এবং দুই দেশের জনগণের মধ্যে সংযোগ বৃদ্ধির বিষয়ে আলোচনা হবে। যেখানে, রোহিঙ্গা সংকট সমাধানে আলোচনায় বিশেষ গুরুত্ব পাবে।
এই রাষ্ট্রদূত জানান, তিস্তা নদী বাংলাদেশের নদী। তাই, তিস্তা প্রকল্প নিয়ে বাংলাদেশকেই সিদ্ধান্ত নিতে হবে। যেকোনো সিদ্ধান্ত চীন সম্মান করবে বলেও জানান ইয়াও ওয়েন।
আল/ দীপ্ত সংবাদ