আটলান্টিক মহাসাগরে সৃষ্ট হারিকেন বেরিল দক্ষিণ–পূর্ব ক্যারিবীয় অঞ্চলের উপকূলের দিকে ধেয়ে আসছে। এরমধ্যে ঘূর্ণিঝড়টি ক্যাটাগরি ৪–এ রূপ নিয়েছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন।
স্থানীয় সময় রবিবার (১ জুলাই) ঘণ্টায় সর্বোচ্চ ১৩০ মাইল বেগে উইন্ডওয়ার্ড দ্বীপপুঞ্জের দিকে অগ্রসর হচ্ছে এটি।
মার্কিন ন্যাশনাল হারিকেন সেন্টারের (এনএইচসি) জানিয়েছে, বার্বাডোস, সেন্ট লুসিয়া, সেন্ট ভিনসেন্ট এবং গ্রেনাডাইনস, গ্রেনাডা এবং টোবাগো সবই হারিকেন সতর্কতার অধীনে রয়েছে। গ্রীষ্মমণ্ডলীয় এই ঝড়ের সতর্কতা মার্টিনিক, ডোমিনিকা এবং ত্রিনিদাদের জন্যও কার্যকর রয়েছে।
এনএইচসি বলেছে, রবিবার ভোর রাত থেকে সোমবার সকালের দিকে হারিকেন বেরিল ক্যারিবীয় অঞ্চলের উইন্ডওয়ার্ড দ্বীপপুঞ্জে প্রাণঘাতী বাতাসের গতিবেগ নিয়ে আঘাত হানতে পারে।
আবহাওয়া কেন্দ্রের তথ্যমতে, বেরিলের প্রভাবে ভারি বৃষ্টিপাত এবং জলোচ্ছ্বাস হতে পারে। এছাড়াও ৩ থেকে ৬ ইঞ্চি পর্যন্ত বৃষ্টিপাতে উইন্ডওয়ার্ড দ্বীপপুঞ্জজুড়ে বন্যাও দেখা দিতে পারে বলে জানিয়েছে তারা।