তুরস্ক চাইলে ভূমিকম্পে বিধ্বস্ত এলকায় বিনির্মাণে বাংলাদেশ থেকে লোক পাঠানো হবে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন। তিনি বলেন,বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মেভলুত কাভুসোগলুর সঙ্গে তার ফোনে কথা হয়েছে।
জনবল পাঠানোর প্রসঙ্গে আরো বলেন,তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী বলেছেন উদ্ধারকাজ চলছে এখনও বহু মরদেহ নিচে রয়ে গেছে পরবর্তীতে রিকনস্ট্রাকশন (পুনরায় নির্মাণ) করব।
আমরা বলেছি, তোমরা যদি বাড়িঘর বানাতে চাও, লেবারের যদি দরকার হয়, আমাদের লেবার আমরা দিতে পারব। তারা বলছেন, লুকিং টু ইট। তাদের অবশ্য কনস্ট্রাকশনের লোক আছে। তারপর ও লাগলে জানাবেন।
বাংলাদেশের ২৫ শিক্ষার্থী তুরস্কে আছেন। ভূমিকম্পে তারাও ক্ষতিগ্রস্ত হয়েছেন । তাদের সরকারের পক্ষ থেকে অর্থ সহযোগিতা করা হয়েছে বলেও জানিয়েছেন মন্ত্রী।
যূথী/দীপ্ত