বাংলা প্রথমপত্র দিয়ে আজ রবিবার (৩০ জুন) শুরু হয়েছে চলতি বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষা। প্রথম দিনে ৮টি সাধারণ শিক্ষা বোর্ডে (সিলেট বাদে) অনুপস্থিত ছিলেন প্রায় ১০ হাজার শিক্ষার্থী, যা গত বছরের প্রথম দিনের পরীক্ষার তুলনায় প্রায় দ্বিগুণ।
রবিবার (৩০ জুন) আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে এইচএসসি পরীক্ষা নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল এ তথ্য জানান।
শিক্ষামন্ত্রী বলেন, প্রথম দিনে ৯ লাখ ২৩ হাজার পরীক্ষার্থী অংশগ্রহণ করেছে। বহিষ্কার হয়েছে ২০ জন। আর অনুপস্থিত ছিল ৯ হাজার ৯৭০ জন। মোট পরীক্ষার্থীর মধ্যে অনুপস্থিতির হার ১ দশমিক শূন্য ৭ শতাংশ।
মন্ত্রী আরও বলেন, বিদেশে ৮টি কেন্দ্রে ২৮১ জনের পরীক্ষা নেয়া হয়েছে।
আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির বিজ্ঞপ্তির তথ্যানুযায়ী, প্রথম দিন সবচেয়ে বেশি অনুপস্থিত ছিল ঢাকা শিক্ষা বোর্ডে। এ বোর্ডে ২ হাজার ৬০১ জন শিক্ষার্থী বাংলা প্রথমপত্রের পরীক্ষায় অনুপস্থিত ছিলেন। এছাড়া রাজশাহী বোর্ডে ১ হাজার ৫০৮ জন, কুমিল্লায় ১ হাজার ১৫৬ জন, যশোরে ১ হাজার ৩২৮ জন, চট্টগ্রামে ৯৭৫ জন, বরিশালে ৭২৭ জন, দিনাজপুরে ১ হাজার ১৩ জন, ময়মনসিংহে ৬৬২ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিলেন।
এসএ/দীপ্ত সংবাদ