ফাইনালে নিজের আসল চেহারা দেখালেন বিরাট কোহলি। ভারতের এ ওপেনারের দায়িত্বশীল ব্যাটিংয়ে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৭৬ রান করে দলটি। ইতিহাসে প্রথম শিরোপা জিততে দক্ষিণ আফ্রিকার দরকার ১৭৭ রান।
শনিবার (২৯ জুন) ওয়েষ্ট ইন্ডিজের বার্বাডোজের কেনসিংটন ওভালে বিশ্বকাপের ফাইনালে টস জিতে প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৭৬ রান করে ভারত। ফলে চ্যাম্পিয়ন হতে এখন ১৭৭ রান দরকার প্রোটিয়া দলের।
টস জয়ের পর ব্যাট হাতে নামা ভারতের শুরুটা ছিল খুবই ভয়ঙ্কর। স্কোরবোর্ডে ৩৪ রান উঠতে বিদায় নিয়েছিলেন তিন ব্যাটার। যাদের মধ্যে অধিনায়ক রোহিত শর্মাও ছিলেন। অথচ এই বিশ্বকাপে সুপার এইট পর্ব থেকে আলো ছড়িয়ে চলেছিলেন তিনি। দুর্দান্ত সব ইনিংসে খেলেছেন। কিন্তু ফাইনাল ম্যাচে ব্যর্থতার তালিকায় নাম লেখান তিনি। ৫ বলে ৯ রান করেন এই ওপেনার।
দক্ষিণ আফ্রিকার বোলাররা শুরুতে উইকেট শিকারের যে উৎসব করেছেন তার শুরুটা এই রোহিত শর্মাকে দিয়ে। কেশব মহারাজের বলে হেনরিখ ক্লাসেনের হতে ধরা পড়েন তিনি। দলীয় রান তখন ২৩। একই রানে ফিরে যান নতুন ব্যাটার ঋষভ পন্ত। দুই বল খেলার সুযোগ পেয়েছেন তিনি। একই ওভারের শেষ বলে উইকেটরক্ষকের হাতে ধরা পড়েন।
জোড়া উইকেট হারানোর ধাক্কা সামলানোর আগেই নতুন ব্যাটার সূর্যকুমার যাদবও আউট হয়ে যান। সতীর্থদের আসা যাওয়ার মিছিলে আগের ইনিংসগুলোতে ব্যর্থ বিরাট কোহলি বুক চিতিয়ে দাঁড়িয়ে যান। সঙ্গী হিসেবে পান অক্ষর প্যাটেলকে। চতুর্থ উইকেটে তারা ৭২ রানের জুটি গড়েন। ওভার প্রতি ৮ রান করে ৯ ওভারে তারা এই রান করেন।
অবশেষে রান আউটে কোহিল–প্যাটেল জুটি বিচ্ছিন্ন হয়। দুইজনের ভুল বোঝাবুঝিতে প্যাটেল রান আউট হন। ৩১ বলে ৪৭ রান করেন তিনি। এক বাউন্ডারির পাশাপাশি চার ওভার বাউন্ডারিতে সাজানো ছিল তার ইনিংসটি। আর বিরাট কোহলি ৫৯ বলে ৭৬ রানের ঝলমলে এক ইনিংস খেলেছেন। দুটো ওভার বাউন্ডারি আর আধাডজন বাউন্ডারি ছিল তার ইনিংসে। শিভাম দুবের সঙ্গে জুটি বেঁধে পঞ্চম উইকেটে তারা দলকে ৫৭ রান এনে দেন। দবে ১৬ বলে ২৭ রানে করেন।
কেশভ মহারাজ ছিলেন সফল বোলার। দুই উইকেট শিকার তার।
আল/ দীপ্ত সংবাদ