ভারতে সিকিমের পর কেঁপে উঠল জম্মু-কাশ্মীর। শুক্রবার (১৭ ফেব্রুয়ারি) ভোর ৫টায় জম্মু-কাশ্মীরের কাটরায় আঘাত হানে ভূমিকম্প। এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
ভূমিকম্পের আতঙ্ক গ্রাস করছে পুরো বিশ্ব। ভারতের ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি জানায়, রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৩.৬। ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল জম্মু-কাশ্মীরের কাটরা থেকে ৯৭ কিলোমিটার পূর্বে এবং আঘাত হানে ১০ কিলোমিটার গভীরে।
সোমবার (১৩ ফেব্রুয়ারি) ভারতের উত্তর-পূর্বের পাহাড়ি রাজ্য সিকিমে ৪.৩ মাত্রার ভূমিকম্প আঘাত হানে। এর কেন্দ্রস্থল ছিল ইয়ুকসম শহরে। তুরস্ক ও সিরিয়ার পর ভারতে একাধিক কম্পনে নতুন করে আতঙ্ক ছড়িয়েছে দেশবাসীর মাঝে।
গত দু’সপ্তাহের মাঝে ভূমিকম্প হয়েছে বিশ্বের বেশ কয়েকটি দেশে। চলতি মাসের ৬ ফেব্রুয়ারি মারাত্মক ভূ-কম্পন হয়। ভূমিকম্পে চোখের পলকে ভেঙে পড়ে একের পর এক বাড়ি। মৃতের সংখ্যা প্রায় ৪২ হাজার ছারিয়েছে।
অনু/দীপ্ত