লক্ষ্মীপুরের রায়পুরে মাটির নিচ থেকে ১৬টি অস্ত্র উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) বিকেলে ভবন নির্মাণের জন্য মাটি খুঁড়তে গিয়ে ৫/৬ ফুট নিচে পলিথিন মোড়ানো অস্ত্রগুলো দেখতে পান স্থানীরা। এরপর তারা পুলিশকে খবর দেন। পুলিশ গিয়ে মনোয়ার হোসেনের নির্মানাধীন ভবন থেকে এগুলো জব্দ করেন।
রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শিপন বড়ুয়া বলেন, ‘এক প্রবাসীর ভিটিতে বিল্ডিং ঘরের খনন কাজ কাজ করছিল কয়েকজন শ্রমিক। এ সময় মাটি খুঁড়তে গিয়ে তারা মরিচা ধরা কিছু থ্রি নট থ্রি অস্ত্রের সন্ধান পায়। পরবর্তী সময়ে আমরা পরিত্যক্ত অবস্থায় ১৬টি থ্রি নট থ্রি অস্ত্র উদ্ধার করি, ‘অস্ত্রগুলো মুক্তিযুদ্ধের সময়ের ধারণা করছি। আমরা জব্দ তালিকা করে অস্ত্রগুলো রেখে দিয়েছি।
দীর্ঘদিন মাটির নিচে পড়ে থাকায় মরিচা ধরে বেশিরভাগ অস্ত্রই নষ্ট হয়ে গেছে।
এফএম/দীপ্ত