৪
রাজধানীর গুলশানের কড়াইল বস্তিতে আগুনের ঘটনায় দুটি ঘর পুড়ে গেছে। এ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত হয়েছে আরও ১২টি ঘর।
বৃহস্পতিবার রাত ১১টার দিকে বস্তিতে এ আগুন লাগার ঘটনা ঘটে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস। ফায়ার সার্ভিসের ৫ ইউনিটের প্রচেষ্টায় রাত ১১টা ৩৩ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।
ফায়ার সার্ভিস জানায়, আগুনের সূত্রপাত সম্পর্কে কোনোকিছু জানা যায়নি। একইসঙ্গে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। আগুনে দুটি ঘর পুড়লেও স্থানীয়রা আরও ১০/১২টি টিনশেড ঘর ভেঙে ফেলে। রাত সাড়ে ১২টার দিকে বস্তির আগুন পুরোপুরিভাবে নেভাতে সক্ষম হয় ফায়ার সার্ভিস।