লাওতারো মার্টিনেজের একমাত্র গোলে চিলিকে হারিয়ে কোপা আমেরিকা ফুটবলের কোয়ার্টার ফাইনালে উঠেছে আর্জেন্টিনা।
যুক্তরাষ্ট্রের নিউজার্সিকে গ্রুপপর্বে নিজেদের দ্বিতীয় ম্যাচে, চিলিকে দাঁড়াতেই দেয়নি আর্জেন্টিনা। তাদের ২২টি আক্রমণের বিপরীতে চিলি গোটা ম্যাচের আক্রমণে যেতে পেরেছে মাত্র তিনবার। এরপরও গোলের দেখা পেতে ম্যাচের প্রায় শেষ সময় পর্যন্ত অপেক্ষা করতে হয়েছে বর্তমান চ্যাম্পিয়নদের। অবশেষে ম্যাচের ৮৮ মিনিটে তাদের আনন্দে ভাসান ইন্টার মিলান তারকা মার্টিনেজ। এ জয়ে এ গ্রুপ থেকে প্রথম দল হিসেবে নকআউট পর্বে জায়গা করে নিলো লিওনেল মেসির দল।
এর আগে গ্রুপের অন্য ম্যাচে কানাডা ১–০ গোলে হারিয়েছে পেরুকে। ১০ জনের পেরুকে হারিয়ে শেষ ষোলোর আশা বাঁচিয়ে রেখেছে কানাডা। এই গ্রুপে ১ জয় এবং ১ হার নিয়ে দুইয়ে কানাডা। আর দুই ম্যাচেই জয় নিয়ে শীর্ষে আর্জেন্টিনা।
এছাড়া প্রথম ম্যাচে কানাডাকে দুই গোলো হারিয়েছিল মেসিরা।