হাকিমপুরী জর্দার প্রস্তুতকারী প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী কাউছ মিয়া মারা গেছেন। মঙ্গলবার (২৫ জুন) সকালে শেষ নিশ্বাস ত্যাগ করেন গত ১৫ বছর ধরে সেরা করদাতার পুরস্কার পাওয়া এই ব্যবসায়ী।
কাউছ মিয়া ২০১০–১১ অর্থবছর থেকে ‘ব্যবসায়ী‘ ক্যাটাগরিতে দেশের সেরা করদাতার তালিকায় জায়গা করে নিয়েছেন। গত অর্থবছরেও এই ক্যাটাগরিতে তিনি সেরা করদাতা হোন।
মায়ের দেয়া আড়াই হাজার টাকার পুঁজিতে ১৯৫০ সালে ব্যবসা শুরু করেন কাউছ মিয়া। মৃত্যুর আগপর্যন্ত সফলভাবে ব্যবসা করে বিপুল অর্থবিত্তের মালিক হয়েছিলেন তিনি। জীবনের শেষ দিন পর্যন্ত ৪০–৪৫ ধরনের ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন এই ব্যবসায়ী। যদিও তার মূল ব্যবসা ছিল তামাক বেচাকেনা। হাকিমপুরী জর্দার মালিক হিসেবে সারা দেশে পরিচিত তিনি; হাকিমপুরী জর্দার কৌটায় তার ছবিও রয়েছে।
১৯৫৮ সাল থেকে নিয়মিত কর দিয়েছেন এই ব্যবসায়ী। সেরা করদাতা হওয়াটা এক ধরনের প্রতিজ্ঞার মতো ছিল তার কাছে। এজন্য অনেক সময়ই তিনি নির্ধারিত হারের চেয়ে বেশি কর পরিশোধ করেছেন। এসব কারণে তার ব্যবসার সুনাম বেড়েছে, তেমনি পরিবারের ভাবমূর্তিও স্বচ্ছ হয়েছে দেশে। ২০২১ সালে এক সাক্ষাৎকারে কাউছ মিয়া বলেছিলেন, ‘আমি দায়িত্ববোধ থেকে কর দেই, আইনি বাধ্যবাধকতা থেকে নয়।’
চাঁদপুরে ১৯৩১ সালে জন্ম নেন কাউস মিয়া। মৃত্যুকালে এই ব্যবসায়ীর বয়স হয়েছিল ৯৪ বছর।