বল হাতে কাজটা দারুণভাবে সামলেছে বাংলাদেশ। আফগানিস্তানকে আটকে দিয়েছে অল্পতেই। সুপার এইটের শেষ ম্যাচটিতে বাংলাদেশের সামনে জয়ের জন্য লক্ষ্য ১১৬ রানের। তবে সেমিফাইনালে যেতে হবে বাংলাদেশ ১২.১ ওভারের মধ্যে জিততে হবে।
মঙ্গলবার (২৫ জুন) কিংস্টনে টস জিতে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১১৫ রান তুলেছে আফগানিস্তান। দলের হয়ে সর্বোচ্চ ৪৩ রান করেছেন রহমানুল্লাহ গুরবাজ।
টস জিতে ব্যাট করতে নেমে বাংলাদেশের বোলারদের ভালোই মোকাবেলা করতে শুরু করেছিলেন দুই আফগান ওপেনার রহমানুল্লাহ গুরবাজ ও ইবরাহিম জাদরান। যদিও খুব বেশি চড়াও হতে পারছিলেন না তারা। উইকেট না পেলেও রানের গতি নিয়ন্ত্রণের মধ্যেই রেখেছিলেন বাংলাদেশের বোলাররা।
স্কোর লেভেল রেখে শেষ বলে ৪ মারলে জিততে হবে ১২.৩ ওভারে। অর্থাৎ ২ বল বেশি পাওয়া যাবে। আর একই অবস্থায় শেষ বলে ৬ মেরে জিতলে ১২.৫ ওভারে জিতলেও বাংলাদেশ সেমিফাইনালসে কোয়ালিফাই করবে।
অন্যদিকে আফগানিস্তানের যে কোনো ব্যবধানে জিতলেই হবে। জিতলে তারাই খেলবে বিশ্বকাপের সেমিফাইনাল। আর বাংলাদেশ যদি ১২.১ ওভারে জিততে পারে তাহলে শেষ চারে উঠবে বাংলাদেশের নাম
আল/ দীপ্ত সংবাদ