শনিবার, নভেম্বর ১৫, ২০২৫
শনিবার, নভেম্বর ১৫, ২০২৫

সাকিব-মাহমুদউল্লাহকে দলে চান না অজি ক্রিকেটার

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

অস্ট্রেলিয়ার বিশ্বকাপ জয়ী ক্রিকেটার অ্যাডাম গিলক্রিস্ট বলেছেন, তরুণ খেলোয়াড়দের টানা সুযোগ দেয়া উচিত। কয়েকটা ম্যাচের পারফরম্যান্স খারাপ হলেই যেন না ছুঁড়ে ফেলা হয়।

সম্প্রতি ক্রিকবাজের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন সাবেক অজি ক্রিকেটার।

সাবেক অধিনায়ক গিলক্রিস্ট বলেন, ‘বাংলাদেশের উচিত কিছু তরুণ খেলোয়াড়কে সুযোগ দেওয়া। তাদেরকে টানা খেলার সুযোগও দিতে হবে। কয়েকটা খারাপ পারফরম্যান্স গেলেই দল থেকে ছুঁড়ে ফেলা যাবে না।’

এবারের বিশ্বকাপে বাংলাদেশের অভিজ্ঞ ক্রিকেটারদের দুজন সাকিব এবং মাহমুদউল্লাহ রিয়াদ। এখন পর্যন্ত হওয়া নয়টি বিশ্বকাপেই খেলেছেন সাকিব। অথচ নিজের নবম বিশ্বকাপে এসে একটি হাফ সেঞ্চুরি বাদে বলার মতো কিছুই করতে পারেননি। মাহমুদউল্লাহও শ্রীলঙ্কার বিপক্ষে পারফর্ম করা বাদে বাকি কোন ম্যাচেই প্রত্যাশা মেটাতে পারেননি।

গিলক্রিস্ট বলছেন, বাংলাদেশকে এগিয়ে যেতে সাকিব ও মাহমুদউল্লাহকে ছাড়া পরিকল্পনা করতে।

তিনি বলেন, ‘বাংলাদেশ দলে কারা ভিত্তি হবে সেটি তাদের ঠিক করতে হবে। দলের নেতা কে হবে, কাদেরকে সঙ্গে নিয়ে এগিয়ে যাবে এসব ভাবার সময় এখন। মাহমুদউল্লাহ ও সাকিব তাদের ক্যারিয়ারের শেষ দিকে চলে এসেছে। তাদেরকে ছাড়াই এখন এগিয়ে যাওয়ার পরিকল্পনা কর‍তে হবে বাংলাদেশের।’

গ্রুপ পর্বে সাউথ আফ্রিকার বিপক্ষে ম্যাচ হারা নিয়ে গিলক্রিস্ট বলেন, ‘তারা সাউথ আফ্রিকার বিপক্ষে যেভাবে হেরেছে; সেটি দলের আত্মবিশ্বাসের জন্য ভালো নয়। হ্যাঁ, এটির জন্য তারা সুপার এইটে উঠতে পারেনি এমন নয়। কিন্তু এসব ম্যাচে জয় মানসিকতায় অনেক প্রভাব ফেলতে পারে।’

চলমান বিশ্বকাপে ৬ ম্যাচে তিন জয়ের বিপরীতে বাংলাদেশের হার তিনটিতে। জয়পরাজয়ের হিসেবে এটিই বাংলাদেশের সবচেয়ে সফলতম টিটোয়েন্টি বিশ্বকাপ।

নেদারল্যান্ডসের বিপক্ষে ম্যাচটি বাদ দিলে বাকি কোন ম্যাচেই দেড়শ ছোঁয়া পুঁজি পায়নি বাংলাদেশ। এমনকি অ্যান্টিগার ব্যাটিং উইকেটেও বাংলাদেশ করতে পারেনি ১৪৬ রানের বেশি। একই মাঠে অস্ট্রেলিয়ার বিপক্ষে তারা করেছিল ১৪০ রান। আধুনিক ক্রিকেটের সঙ্গে যা একেবারেই বেমানান।

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More