২০২২ সালের শেষ দিকে বিশ্বকে কাঁদিয়ে না ফেরার দেশে পাড়ি জমান এদসন আরনেস্তো দো নসিমন্তে, যিনি বিশ্বে পেলে নামে পরিচিত।
এবার না ফেরার দেশে পাড়ি জমালেন তার মা সেলেস্তে আরন্তেস। ব্রাজিলিয়ান গণমাধ্যম জানিয়েছে বেশ কয়েক বছর ধরে শয্যাশায়ী ছিলেন তিনি। করতে পারতেন না হাঁটাচলা।
শুক্রবার (২১ জুন) স্থানীয় এক হাসপাতালে ১০১ বছর বয়সে মারা যান তিনি।
২০২২ সালে পেলে চলে যাওয়ার খবর তিনি মারা যাওয়ার আগ পর্যন্ত জানতেন না। তিনি গত ৫ বছর ধরে আলাদা জগতে ছিলেন। ৮ দিন আগে তাকে অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়।
সামাজি যোগাযোগমাধ্যম ফেসবুকে পেলের ভেরিফায়েড অ্যাকাউন্ট থেকে এক পোস্টের মাধ্য এ খবর নিশ্চিত করা হয়। সেখানে মায়ের সঙ্গে পেলের বেশকিছু ছবি পোস্ট করা হয়। সঙ্গে ক্যাপশনে লেখা হয়, ‘আমরা গভীর দুঃখের সঙ্গে জানাচ্ছি যে, পেলের মা ডোনা সেলেস্তের মৃত্যুর খবর। একজন মা হিসেবে একটি রেফারেন্স, যিনি মানবিক মূল্যবোধ শিখিয়েছেন যা এডসনকে (পেলে) বিশ্বজুড়ে ছড়িয়েছেন। এবং পুরো সফরজুড়ে রক্ষা করেছেন। এ এক মিশ্র অনুভূতি। সেলেস্তিনহা‘র (পেলের মা) বিদায় উপলক্ষে আমরা গভীরভাবে দুঃখিত, তার ছেলে তাকে আদর করে ডেকেছিল। এদিকে, আমরা চিরকাল কৃতজ্ঞ থাকব তার অস্তিত্ব আছে।’
আল / দীপ্ত সংবাদ