শেরপুরের ঝিনাইগাতী উপজেলায় বিলে ঘুরতে গিয়ে নৌকা ডুবে মেডিকেলশিক্ষার্থীসহ দুই বন্ধুর মৃত্যু হয়েছে।
শুক্রবার (২১ জুন) দুপুরে উপজেলার ধানশাইল ইউনিয়নের দক্ষিণ কান্দুলি গ্রামের ধলি বিলে এ ঘটনা ঘটে।
এ সময় আহত হয়েছেন আরও পাঁচ জন। আহতদের শেরপুর জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।
তারা হলেন– কান্দুলি গ্রামের সোহরাব মিয়ার ছেলে মোশাররফ হোসেন মিল্টন (২১) ও একই গ্রামের সাদা মিয়ার ছেলে আমানউল্লাহ (২১)। নিহত মোশাররফ রংপুর মেডিক্যাল কলেজের তৃতীয় বর্ষের এবং আমানউল্লাহ শেরপুর তিনআনী কলেজের স্নাতক (সম্মান) দ্বিতীয় বর্ষের ছাত্র। তারা একে অপরের বন্ধু।
স্থানীয়রা জানান, জুমার নামাজ শেষে দুপুরে দুটি ছোট নৌকা নিয়ে মিল্টনসহ তারা ৮ বন্ধু সোমেশ্বরী নদীর পাহাড়ি ঢল দেখতে যায়। এ সময় ঢেউয়ের তোড়ে একটি নৌকা উল্টে যায়। এ সময় আরেক নৌকার বন্ধুরা তাদের বাঁচাতে গেলে তাদের নৌকাটিও উল্টে যায়। এ ঘটনার পর স্থানীয়রা উদ্ধারকাজ শুরু করেন। প্রায় এক ঘণ্টা পর উদ্ধার করা হয় মিল্টন ও আমানউল্লাহকে। পরে হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
ধানশাইল ইউপি চেয়ারম্যান মো. শফিকুল ইসলাম জানান, এ ঘটনায় আহত হয়েছেন আরও ৫ জন। তাদের শেরপুর সদর হাসপাতালে নেয়া হয়েছে। তিনজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানা গেছে।
এজে / আল / দীপ্ত সংবাদ