আর একদিন পরই অনুষ্ঠিত হতে যাচ্ছে মুসলমানদের অন্যতম ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আজহা। দেশের সবচেয়ে বড় ঈদের জামাত আদায়ের লক্ষ্যে সব ধরনের প্রস্তুতি গ্রহণ করেছে এশিয়া উপ–মহাদেশের সর্ববৃহৎ ঈদগাহ মিনার গোর–এ শহীদ বড় ময়দান কর্তৃপক্ষ।
ঈদের দিন সোমবার (১৭ জুন) সকাল ৮টায় গোর–এ–শহীদ ময়দানে অনুষ্ঠিত হবে ঈদের জামাত। দূরের মুসল্লিদের যাতায়াত সুবিধার্থে এবারও থাকছে দুটি ঈদ স্পেশাল ট্রেন।
এরইমধ্যে সৌন্দর্যবর্ধনের পাশাপাশি মাঠে মাটি ভরাট, মাইক টাঙানো, ধোয়ামোছা, পানি ছেটানোসহ আনুষঙ্গিক কার্যক্রম সম্পন্ন হয়েছে। মাঠে প্রবেশের জন্য তৈরি করা হয়েছে মোট ১৯টি গেট। এসব গেটে মেটাল ডিরেক্টর দিয়ে পরীক্ষা–নিরীক্ষা করা হবে। মুসল্লিদের ওজুর জন্য রাখা হয়েছে সুপেয় পানির ব্যবস্থা। নির্মাণ করা হচ্ছে অস্থায়ী বাথরুম। এছাড়াও মুসল্লিদের নিরাপত্তা নির্বিঘ্নে রাখতে আইনশৃঙ্খলা বাহিনীর ওয়াচ টাওয়ার নির্মাণ করা হয়েছে।
শনিবার (১৫ জুন) গোর–এ শহীদ ঈদগাহ মাঠ পরিদর্শন করেন ঈদগাহ মাঠের উপদেষ্টা জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম। এ সময় জেলা প্রশাসক শাকিল আহমেদ, পুলিশ সুপার শাহ ইফতেখার আহমেদ উপস্থিত ছিলেন।
মাঠ পরিদর্শন শেষে হুইপ ইকবালুর রহিম সাংবাদিকদের জানান, সুষ্ঠুভাবে নামাজ আদায়ের লক্ষ্যে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। ঈদগাহ মাঠে প্রবেশের গেটগুলোতে চেকিংয়ের ব্যবস্থা করা হয়েছে। পুরো ঈদগাহ মাঠটি সিসিটিভি ক্যামেরার আওতায় আনা হয়েছে।
এসএ/দীপ্ত সংবাদ