সময়ের সঙ্গে পাল্লা দিয়ে এগুচ্ছে অমর একুশে বইমেলা। বুধবার (১৫ ফেব্রুয়ারি) মেলায় বই এসেছে ৮৪টি । একুশে বইমেলার দিন যত শেষ হয়ে আসছে তত নতুন বইয়ের সংখ্যাও কমছে । মেলার মাত্র বাকি আছে ১৫ দিন। তবে মেলার শেষ দিন গুলোতে পাঠক এবং দর্শনার্থীর সংখ্যা দিন দিন বেড়েই চলছে।
এবার প্রকাশকরা বই বিক্রির ব্যাপারে সন্তুষ্টির কথা জানিয়ে বলেন এবার সব ধরনের বইয়ের চাহিদা রয়েছে।
শুক্রু ও শনিবার ছাড়া, এখন প্রতিদিনই বেলা ৩টার পর মেলাপ্রাঙ্গণে পাঠক–লেখক ও দর্শনার্থীদের মুখরিত হতে দেখা যায়। অনেকের জন্য বাংলা একাডেমি প্রাঙ্গণ ও সোহরাওয়ার্দী উদ্যান হয়ে উঠেছে সময় কাটানোর জায়গা।
বিগত কয়েক বছর ধরেই বইমেলায় নবীন ও তরুণ সেলিব্রিটি লেখকদের বই বিক্রি শীর্ষে থাকছে। তরুণরা নতুন লেখকদের বই কিনতে আগ্রহ প্রকাশ করছে। ফলে মেলায় বই বিক্রিও বৃদ্ধি পাচ্ছে।
করোনা পরবর্তী এই আয়োজন নিয়ে বেশ সন্তুষ্ট লেখক ও প্রকাশকরা। মেলায় বইয়ের সংখ্যা এখন পর্যন্ত এক হাজার ৫৭৭টি।