পটুয়াখালীতে কোরবানীর ঈদকে সামনে রেখে বেড়েছে সব ধরনের মশলার দাম। তারপরও বাধ্য হয়ে মশলার দোকানে ভীড় করছেন ক্রেতারা। তবে তাদের মাঝে লক্ষ্য করা গেছে অস্বস্তির ছাপ।
এদিকে বিক্রেতাদের দাবি, পাইকারিতে বেশি দামে ক্রয়ের কারনেই বিক্রি করতে হচ্ছে বেশি দামে। জেলার বিভিন্ন বাজারে পেয়াজ বিক্রি হচ্ছে ৮০ থেকে ৯০ টাকা কেজি দরে, রসুন ২০০ থেকে ২২০ টাকা, আদা ৩৫০ থেকে ৪০০ টাকা, মরিচ ৩৫০ থেকে ৩৮০ টাকা, হলুদ ৩০০ থেকে ৪ টাকা, এলাচি ৩৫০০ থেকে ৪০০০ টাকা, দারুচিনি ৫০০ থেকে ৬০০ টাকা, জিরা ৮০০ থেকে ১০০০ টাকা, ধনিয়া ২৫০ থেকে ২৮০ টাকা ও লবঙ্গ ১৪০০ থেকে ১৬০০ টাকা।
গত এক মাসের ব্যবধানে এসব পন্যের দাম কেজিতে ৫০ থেকে ৩০ টাকা বেড়েছে বলে দাবি ক্রেতাদের। বাজার নিয়ন্ত্রনে ভোক্তা অধিকার ও প্রশাসনের কঠোর নজরদারির দাবি জানিয়েছেন তারা।
আল / দীপ্ত সংবাদ