ধীরগতি ও যানজট কাটিয়ে ঢাকা–টাঙ্গাইল–বঙ্গবন্ধু সেতু মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়েছে।
শুক্রবার (১৪ জুন) সকাল ৬টা থেকে কালিহাতী উপজেলার এলেঙ্গা থেকে সদর উপজেলার শহর বাইপাস আশেকপুর পর্যন্ত প্রায় ১৫ কিলোমিটার এলাকাজুড়ে যানজটের সৃষ্টি হয়।
এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ (ওসি) মীর মো. সাজেদুর রহমান জানান, বর্তমানে ঢাকা–টাঙ্গাইল–বঙ্গবন্ধু সেতু মহাসড়কে যানচলাচল স্বাভাবিক রয়েছে। সকালে মহাসড়কে সড়ক দুর্ঘটনার কারণে যান চলাচলের ধীরগতি দেখা দেয়।
ওসি আরও জানান, দ্রুত সময়ের মধ্যে মহাসড়ক থেকে দুর্ঘটনায় কবলিত বাস ও ট্রাকটিকে সরিয়ে নেয়া হয়। এরপর সকাল ১০টার পর থেকে মহাসড়কে যানবাহন চলাচল স্বাভাবিক হয়েছে।
অপরদিকে, উত্তরবঙ্গ থেকে ঢাকামুখী লেনে পশুবাহী ট্রাক যানজট ছাড়াই ঢাকার দিকে যাচ্ছে স্বাভাবিক গতিতে।
এসএ/দীপ্ত সংবাদ