ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টুকে আটকের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১২ জুন) দুপুরে জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের আয়োজনে শহরের পায়রা চত্বরে মানববন্ধন কর্মসূচি পালিত হয়।
মানববন্ধনে জেলা আওয়ামী লীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগের নেতারা বিভিন্ন শ্রেণি পেশার মানুষ অংশ নেন।
এ সময় জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আল ইমরান, স্বেচ্চাসেবক লীগের সভাপতি শাহরিয়ার করিম রাসেল, সাধারণ সম্পাদক রানা হামিদ, কৃষক লীগের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলামসহ অন্যান্যরা দেন। মানববন্ধন শেষে বিক্ষোভ মিছিল বের করা হয়।
বক্তারা জানান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টুকে ষড়যন্ত্রমূলক ফাঁসানোর চেষ্টা করা হচ্ছে। আনার হত্যার ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য গোয়েন্দা পুলিশ তাকে আটক করেছে। মিন্টুকে দ্রুত সময়ের মধ্যে ঝিনাইদহে ফিরিয়ে দেয়ার দাবি তারা।
ঝিনাইদহ–৪ আসনের এমপি আনোয়ারুল আজীম আনার হত্যার ঘটনায় সাইদুল করিম মিন্টুকে মঙ্গলবার (১২ জুন) বিকেলে ঢাকা থেকে গোয়েন্দা পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে।
এজে/শাহরিয়ার আলম/দীপ্ত সংবাদ