আজ পহেলা ফাল্গুন, ঋতুরাজ বসন্তের প্রথম দিন। শীতের আমেজ দূরে সরে প্রকৃতি সেজেছে নানা রঙ্গে। বসন্তকে বরণ করে নিতে মঙ্গলবার দীপ্ত টিভি প্রাঙ্গণে হয়ে গেলো পিঠা উৎসব।
দীর্ঘ ২ বছর করোনা বিরতির পর এ উৎসব হয় , এতে অংশ নেয় দীপ্ত টিভির বিভিন্ন বিভাগ। সংবাদ টিম, ডাবিং স্ক্রিপ্ট, রাইটার্স , ভয়েস, ব্রডকাস্ট, অপারেশনস, প্রোগ্রাম, ডিজিটাল টিম নানা স্বাদের পিঠা দিয়ে স্টল সাজায়। এসব স্টলে ভাপা, পুলি, পাটি সাপটা, পাতা নকঁশি, ফুল পিঠা, রস পিঠা, ঝিনুক পিঠা, নারিকেল পুলি, পায়েসহ বাহারি সব মুখরোচক পিঠা প্রদর্শণ করা হয়।
উৎসবে বাসন্তিসহ নানান সাজে সেজে অংশ নেয় সকল কর্মকর্তা কর্মচারীরা। উপস্তিত ছিলেন দীপ্ত টিভির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) কাজী জাহেদুল হাসান, প্রধান নির্বাহী কর্মকর্তা ফুয়াদ চৌধুরী, সংবাদ বিভাগের প্রধান এস.এম আকাশ। সৃষ্টি হয় উৎসবের আমেজ। সঙ্গে দীপ্ত প্লের আয়োজনে ছিল বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠান।
পিঠা মেলায় বিভিন্ন স্টল ঘুরে দর্শনার্থীরা জানিয়েছেন, এমন আয়োজনে খুশি তারা, ভালো লাগছে এবারের বসন্ত।
মেলার আয়োজক কমিটি জানান, বসন্ত উৎসব উপলক্ষে সকলের মধ্যে হরেক রকম পিঠার পরিচয় করে দিতে এবং একটা উৎসবমুখর পরিবেশ তৈরি করতেই এ পিঠা মেলার আয়োজন।
আল/দীপ্ত