মরণোত্তর অঙ্গ দান করা আলোচিত তরুণী সারাহ ইসলামের নামে রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চালু হয়েছে ক্যাডাভেরিক ট্রান্সপ্ল্যান্ট সেল। সোমবার ( ১৩ ফেব্রুয়ারি) উদ্বোধনী অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যসহ ৭ জন অঙ্গদানের ঘোষণা দেন।
চলতি বছরের ১৮ জানুয়ারি সারাহ ইসলামকে ব্রেন ডেথ ঘোষণার পরপরই তাঁর অঙ্গপ্রত্যঙ্গ বুঝে নেয় বিএসএমএমইউ কর্তৃপক্ষ। তার কর্নিয়া ও কিডনি চার জনের শরীরে সফলভাবে প্রতিস্থাপন করা হয়।
এ বিষয়ে শহীদ ডা. মিলন হলে আলোচনা সভার আয়োজন করা হয়। আলোচনা সভায় প্রধান অতিথি তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেন, ‘সারাহ ইসলামের পথ ধরে অনেকেই ক্যাডাভেরিক ট্রান্সপ্ল্যান্ট কার্যক্রমের অংশ হিসেবে অঙ্গদানে এগিয়ে আসবেন। ভবিষ্যতে আমিও এধরনের মহতী কার্যক্রমে যাতে অংশ নিতে পারি সেটা আমার বিবেচনায় রেখেছি।‘
বিএসএমএমইউর উপাচার্য শারফুদ্দিন আহমেদ বলেন, একজন ব্রেন ডেথ বা সদ্যমৃত মানুষের দেয়া অঙ্গগুলোর (দুটি কিডনি, দুটি ফুসফুস, একটি হৃদযন্ত্র, একটি অগ্ন্যাশয়, পূর্ণাঙ্গ অন্ত্রনালি এবং যকৃৎ) মাধ্যমে মোট আটজন মানুষের জীবন রক্ষা করা সম্ভব। উন্নত দেশগুলোয় অনেক আগে থেকেই অঙ্গগুলো সংগ্রহ করে অন্যের জীবন রক্ষা করার কাজ প্রচলিত হয়ে আসছে।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সারাহ ইসলামের মা শবনম সুলতানা এবং নতুন জীবন পাওয়া রোগীরা।