তুরস্ক ও সিরিয়ার ভয়াবহ ভুমিকম্পে শুধু মানুষ নয় প্রাণ হারিয়েছে হাজার হাজার পশু এবং পোষা প্রাণী। এছাড়া আহত হয়েছে কয়েক হাজার পশু-প্রাণী। তাই মানুষের পাশাপাশি উদ্ধারকারীর কয়েকটি দল প্রাণীদের উদ্ধারের কাজ করছে।
শূন্য চোখে মনিবের অপেক্ষায় দিন পার করছে মুমুর্ষ অবস্থায় উদ্ধার হওয়া এই পোষা প্রাণীগুলো। তুরস্ক ও সিরিয়ার ধ্বংস স্তূপের নিচ থেকে প্রতিনিয়ত মানুষের পাশাপাশি উদ্ধার হচ্ছে কুকুর, বিড়াল, খরগোশ পাখির মত পোষাপ্রাণী। আহত এসব প্রাণীদের যথাসাধ্য সুস্থ্য করে তুলতে চেষ্টা করছেন তুরস্কের প্রাণী অধিকার রক্ষা ফেডারেশন।
তুরস্কের প্রাণী অধিকার রক্ষা ফেডারেশন প্রাণী উদ্ধারের বিষয় বলেন, “আমরা ৪টি প্রদেশে অস্থায়ী পশু ক্লিনিক খুলেছি। আমরা সব ধরনের পশু উদ্ধার করে তাদের প্রাথমিক চিকিৎসা দিচ্ছি। যেসব পশুর মরদেহ উদ্ধার হচ্ছে সেগুলো দাফনের কাজ করছি। যাতে এগুলো থেকে ভাইরাস না ছড়িয়ে পরে। তবে চিকিৎসা এবং প্রাণীদের জন্য খাবার সহায়তা প্রয়োজন।” উদ্ধারকারীরা বলেন, প্রাণীদের উদ্ধার ও চিকিৎসার জন্য পর্যাপ্ত সরঞ্জাম না থাকায় অনেক পশুকেই কোনরকম উদ্ধার করে অন্য শহরে পাঠাতে হচ্ছে তাদের।
বর্তমানে মাত্র ২০ জন সদস্য নিয়ে তারা উদ্ধারের কাজ করছেন। তাই সেচ্ছাসেবীদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছে সংস্থাটি। সুস্থ হওয়ার পর মালিক ছাড়া এসব পোষা প্রাণীর ঠাই কোথায় হবে তা নিয়েও শঙ্কায় জানিয়েছেন প্রাণী কর্মীরা।