দেশের ২২তম রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন মোহাম্মদ সাহাবুদ্দিন চুপ্পু। সোমবার (১৩ ফেব্রুয়ারি) মনোনয়নপত্র যাচাই শেষে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল এ ঘোষণা দেন।
রবিবার (১২ ফেব্রুয়ারি) সকালে আওয়ামী লীগের সম্পাদক ওবায়দুল কাদেরের নেতৃত্বে একটি প্রতিনিধি দল নির্বাচন কমিশনে যায় । দলীয় প্রার্থী হিসেবে দলের উপদেষ্টা পরিষদের সদস্য মোহাম্মদ সাহাবুদ্দিনের নাম দাখিল করা হয়।
বর্তমান রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের মেয়াদ শেষ হচ্ছে ২৩ এপ্রিল। সংবিধানের একশো তেইশের এক অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতির মেয়াদ শূন্য হওয়ার আগের নব্বই থেকে ষাট দিনের মধ্যে নির্বাচন করতে হবে। সেই অনুযায়ী ২৫ জানুয়ারি নির্বাচন কমিশন রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা করেন।
বুধবার (৮ ফেব্রুয়ারি) আওয়ামী লীগের সংসদীয় দলের বৈঠকে রাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থী মনোনীত করার একক ক্ষমতা দেয়া হয় দলের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে।
বর্তমানে নির্বাচিত রাষ্ট্রপতি ২০১১ সাল থেকে ২০১৬ সাল পর্যন্ত দুদকের কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন। পরে আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা উপকমিটির চেয়ারম্যান পদে তাকে মনোনীত করা হয়। দলের সর্বশেষ কাউন্সিলে তিনি নির্বাচন কমিশনার হিসেবেও দায়িত্ব পালন করেন। বর্তমানে আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য তিনি।
তিনি ব্যক্তিগত জীবনে এক ছেলে সন্তানের জনক ও তার স্ত্রী ড. রেবেকা সুলতানা যুগ্মসচিব হিসেবে অবসর গ্রহণ করেছেন।
দুদকের কমিশনার হিসেবে দায়িত্ব পালনকালে বিশ্বব্যাংক কর্তৃক উত্থাপিত কথিত পদ্মাসেতু সংক্রান্ত দুর্নীতির অভিযোগ তদন্তে অন্যতম মুখ্য ভূমিকা পালন করেন এবং বিশ্বব্যাংকের অভিযোগের মিথ্যা ও অন্তঃসারশূন্যতা প্রমাণে সমর্থ হন। তার প্রেরিত তদন্ত প্রতিবেদন কানাডার আদালত কর্তৃক সমর্থিত হয়।