ইসরায়েলের যুদ্ধকালীন মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেছেন বেনি গানৎস। বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যম জানিয়েছে, স্থানীয় সময় রবিবার রাতে তিনি পদত্যাগের ঘোষণা দেন।
মন্ত্রিসভা থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্তকে কঠিন ও বেদনাদায়ক বলে উল্লেখ করেন গানৎস। গাজা যুদ্ধের মধ্যে তার এই পদত্যাগকে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর জন্য বড় ধাক্কা হিসেবে দেখা হচ্ছে। বেনির পদত্যাগকে স্বাগত জানিয়েছেন ইসরায়েলের বিরোধী নেতা ইয়ার লাপিদ।
এদিকে, গাজার নুসেইরাত শরণার্থী শিবিরে ইসরায়েলি বাহিনীর হামলায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৭৪ জনে। আহত হয়েছেন ৭ শতাধিক ফিলিস্তিনি। হামলার ভয়াবহতা দেখে এটিকে হত্যাকাণ্ড হিসেবে আখ্যা দিয়েছে ইউরোপীয় ইউনিয়ন।