নতুন ৭০ কিলোমিটার রেলপথ উদ্বোধন করলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গত ১০ বছরে নতুন ৬৫০ কিলোমিটার রেল লাইন নির্মাণ করা হয়েছে বলে জানিয়েছন, তিনি। লোকসানের অজুহাতে অতীতের সরকারগুলো রেলখাত ধ্বংস করেছিল বলে অভিযোগ করেন প্রধানমন্ত্রী।
বর্তমানে পুরো দেশজুড়ে বাংলাদেশ রেলওয়ের ৩৫টি প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে। গত ১০ বছরে ৬৫০ কিলোমিটার নতুন রেলপথ নির্মাণ এবং ১০৯৭ কিলোমিটার রেল লাইন সংস্কার, ১২৬টি নতুন স্টেশন নির্মাণ ও ২২৩টি স্টেশন পুনঃনির্মাণসহ ১৪২টি নতুন ট্রেন চালু করেছে সরকার।
বৃহস্পতিবার নতুন আরো ২৬ কিলোমিটার দীর্ঘ ‘ঈশ্বরদী-রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র পর্যন্ত রেললাইন’, ৩২ কিলোমিটার দীর্ঘ ‘লাকসাম-আখাউড়া ডাবল লাইন’ ও ১২ কিলোমিটার ‘কমলাপুর থেকে টঙ্গী পর্যন্ত’ ডাবল লাইনসহ মোট ৭০ কিলোমিটার রেলপথ চালু হলো। গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই তিন প্রকল্প উদ্বোধন করেন।
প্রধানমন্ত্রী বলেন, পদ্মাসেতু রেল সংযোগ প্রকল্পের মাধ্যমে দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চল, যমুনা নদীর ওপর বঙ্গবন্ধু রেলসেতুর মাধ্যমে উত্তরের জেলা এবং ঢাকা-কক্সবাজার রেল সংযোগ চালুর মাধ্যমে বদলে যাবে দেশের রেল যোগাযোগের চেহারা। অতীতে সম্ভাবনাময় এই খাতকে কীভাবে নষ্ট করা হয়, সে কথাও তুলে ধরেন, বঙ্গবন্ধু কন্যা।
অনুষ্ঠানে রেলপথমন্ত্রী, নিরবচ্ছিন্ন রেলসেবা নিশ্চিত করতে ‘জনবল’ বাড়ানোর অনুরোধ জানান। তিনি দাবি করেন, রেল হাসপাতাল ও রেল শিক্ষা প্রতিষ্ঠানের মতো সেবামূলকখাতে খরচ বাদ দিলে, লাভজনক অবস্থায় আছে বাংলাদেশ রেলওয়ে।