প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদ গণমানুষের কল্যাণে কাজ করেছেন। তাঁর সময়ে সুষ্ঠু ও সুন্দর নির্বাচন হয়েছে।রাষ্ট্রপতির লেখা দুটি বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে এ কথা বলেন তিনি। আর রাষ্ট্রপ্রধান বলেছেন- জীবনের শেষ দিন পর্যন্ত তিনি বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক হিসেবে থাকতে চান।
রাষ্ট্রপতি মো. আব্দুর হামিদের নিজের লেখা ”আমার জীবন নীতি আমার রাজনীতি” এবং ”স্বপ্ন জয়ের ইচ্ছা” এই বই দুটির মোড়ক উম্মোচন উপলক্ষ্যে বুধবার সন্ধ্যায় বঙ্গভবনে অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, স্পিকার শিরীন শারমিন চৌধুরীসহ মন্ত্রিসভার সদস্য, সংসদ সদস্য ও বিশিষ্টজনেরা। জাতীয় সঙ্গীতের মাধ্যমে শুরু হয়, আনুষ্ঠানিকতা। বইগুলোর ওপর আলোচনা করেন, আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য, তোফায়েল আহমেদ।
এরপর বিশেষ অতিথির বক্তব্য দেন স্পিকার। পরে বইগুলোর মোড়ক উম্মোচন করা হয়। অতিথিদের ধন্যবাদ জানিয়ে বক্তব্য দেন, রাষ্ট্রপতির সহধর্মিনী রাশিদা খানম। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, রাষ্ট্রপতির সাদামাটা জীবন বেশ সার্থক। তাঁর রচিত বই অমূল্য সম্পদ।
রাষ্ট্রপতি ভবিষ্যৎ প্রজন্মকে মুক্তিযুদ্ধের চেতনায় সমৃদ্ধ করার আহ্বান জানান।তিনি বলেন, মুক্তিযুদ্ধ ও বাংলাদেশের স্বাধীনতা জাতির ইতিহাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ অধ্যায়।