ভূমিকম্পে তুরস্কে ব্যাপক প্রাণহানি ও ক্ষয়ক্ষতির ঘটনায় আজ বাংলাদেশে একদিনের রাষ্ট্রীয় শোক পালন করা হচ্ছে। এছাড়া হতাহতদের উদ্ধারে ৬০ সদস্যের দল পাঠিয়েছে সরকার। এ দলে রয়েছে সেনা, ফায়ারসার্ভিস ও চিকিৎসক প্রতিনিধি।
ভয়াবহ ভূমিকম্পে বিধ্বস্ত তুরস্কের দক্ষিণ-পূর্বাঞ্চল। দেখা দিয়েছে মানবিক বিপর্যয়। এই অবস্থায় বাংলাদেশসহ বিভিন্ন দেশ উদ্ধারকাজে সহায়তার ঘোষণা দিয়েছে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে গঠন করা হয় ৬০ সদস্যের উদ্ধারকারী দল। এর মধ্যে সেনাবাহিনীর ২৪ জন, ফায়ারসার্ভিসের ১২ সদস্য ও ১০ জন চিকিৎসক রয়েছেন। বাকি ১৪ জন অন্যান্য পেশার। তাদের সঙ্গে উদ্ধার-সরঞ্জাম রয়েছে।
বুধবার ফায়ার সার্ভিসের প্রধান কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ বিষয়ে বিস্তারিত তুলে ধরা হয়। এক প্রশ্নের উত্তরে তিনি জানান, ঢাকায় বড় ধরনের ভূমিকম্প হলে উদ্ধার কার্যক্রম চালানো কঠিন হয়ে পড়বে।
তুরস্কের ৭ দশমিক ৮ মাত্রার ভূমিকম্পের ঢেউ, সিরিয়াসহ আশপাশের কয়েকটি দেশে লেগেছে।