তুরস্কের দক্ষিণাঞ্চল ও সিরিয়ায় গত সোমবার স্থানীয় সময় ভোরে ৭ দশমিক ৮ মাত্রার ভূমিকম্প আঘাত হানে। এতে মৃতের সংখ্যা এরই মধ্যে ৯ হাজার ছাড়িয়ে গেছে।
তুরস্ক ও সিরিয়া সীমান্তে ভয়াবহ ভূমিকম্পে প্রাণ হারিয়েছেন ফুটবলার আহমেদ ইয়ুপ তুর্কাসলান। তুরস্কের এই গোলরক্ষকের মৃত্যুর খবর নিশ্চিত করেছে তার ক্লাব ইয়েনি মালাতইয়াসপোর। টুইটারে গত মঙ্গলবার তুর্কাসলানের মৃত্যুর খবর জানিয়ে শোক প্রকাশ করে মালাতইয়াসপোর।
ক্রিস্টিয়ান আতসুকে ভয়াবহ ভূমিকম্পে ধ্বংসস্তূপের ভেতর থেকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছিল। তবে তুরস্কের গোলরক্ষক আহমেত ইউপ তুরকাসলানের বেলায় গল্পটা ভিন্ন। তুরস্কে ভয়াবহ ভূমিকম্পে প্রাণ হারাতে হয়েছে এই গোলরক্ষককে।
স্থানীয় এক সংবাদমাধ্যমের বরাত দিয়ে ডেইলি মেইল জানিয়েছে, লিগের একটি ম্যাচ শেষে দুই দিনের ছুটিতে ছিলেন ফুটবলাররা। তাই বেশির ভাগ ফুটবলারই ক্লাবে ছিল না। এর আগে ক্লাবের পক্ষ থেকেই নিশ্চিত করা হয় ভূমিকম্পে ধসে যাওয়া এক বিল্ডিংয়ে ছিলেন তুরকাসলান।
এই গোলরক্ষকের স্ত্রীকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে। ২০২১ সালে এই ক্লাবে যোগ দিয়েছিলেন ২৮ বছর বয়সী এই ফুটবলার। ক্লাবের হয়ে খেলেছেন ৬টি ম্যাচ।