বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনের উপনির্বাচনে অল্প ব্যবধানে হেরে যাওয়া স্বতন্ত্র প্রার্থী আশরাফুল আলম ওরফে হিরো আলম তার সঙ্গে নির্বাচনে লড়ার জন্য সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে চ্যালেঞ্জ জানিয়েছেন।
আলোচিত কনটেন্ট ক্রিয়েটর হিরো আলমকে নিয়ে ওবায়দুল কাদের মন্তব্য করার পরদিন আজ রোববার তিনি এ চ্যালেঞ্জ জানালেন। বগুড়া-৪ আসনের উপনির্বাচনের ভোট পুনরায় গণনার আবেদন জমা দিতে আজ জেলা প্রশাসকের কার্যালয়ে যান হিরো আলম। সেখানেই তিনি কথা বলেন সাংবাদিকদের সঙ্গে।
ওবায়দুল কাদেরকে উদ্দেশ্য করে হিরো আলম বলেন, ‘তিনি কথায় কথায় বলেন- আসুন খেলা হবে। শক্তিশালী দলের সাথে খেলতে চান। আমি ওবায়দুল স্যারকে জোর গলায় বলতে চাই, খেলা সবার সাথে করতে হবে না। আমি হিরো আলমের সাথে একটা নির্বাচনে আপনি প্রতিদ্বন্দ্বিতা করেন। আমি স্বতন্ত্র প্রার্থী হিসেবে এবং আপনি দলীয়ভাবে দাঁড়ান। এরপর আপনি সুষ্ঠু নির্বাচন দিয়ে দেখেন খেলা হয় কিনা। খেলার জন্য নাকি উনি মাঠে প্লেয়ার খুঁজে পান না। আমার সাথে একটু প্রতি কেন্দ্রে সিসিটিভি ক্যামেরা দিয়ে ভোটারদের ভয় না দেখিয়ে সুষ্ঠু ভোট দিয়ে দেখেন।’
বিএনপি হিরো আলমের পক্ষে কাজ করেছে কি না- সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘বিএনপি আমার পক্ষে কাজ করলে ভোটের দিন তারা মাঠেই থাকত। বিএনপির কোনো লোক আমার সঙ্গে ছিল না। এসব কিছু লোকের বানানো কথা। শুধু মির্জা ফখরুল স্যার নয় সারাবিশ্ব ও বাংলাদেশ আমার পক্ষে কথা বলেছে।