ফিফা প্রীতি ম্যাচ খেলতে শেষ পর্যন্ত সিঙ্গাপুরই যাচ্ছে জাতীয় নারী ফুটবল দল। বাফুফের নারী ফুটবল কমিটির চেয়ারপার্সন মাহফুজা আক্তার কিরণ রোববার কমলাপুর বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোহাম্মদ মোস্তফা কামাল স্টেডিয়ামে অনির্ধারিত মিডিয়া ব্রিফিংয়ে জানিয়েছেন, ‘সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচ খেলতে ১৬ ফেব্রুয়ারি সিঙ্গাপুর যাবে সাবিনারা। ১৮ ফ্রেবুয়ারি ফিফা টায়ার-১ ম্যাচটি অনুষ্ঠিত হবে।’
বাফুফের নারী কমিটির প্রধান মাহফুজা আক্তার বলেন, ‘আমরা অনেক দিন থেকেই চেষ্টা করছিলাম সিঙ্গাপুরের সঙ্গে ফিফা প্রীতি ম্যাচ খেলতে। সিঙ্গাপুর চেষ্টা করছিল তাদের ওখানে একটা ত্রিদেশীয় টুর্নামেন্ট করতে। কিন্তু তৃতীয় দেশটিকে তারা রাজি করাতে পারেনি। ফলে সিঙ্গাপুর আর বাংলাদেশের মধ্য ম্যাচ হবে এখন।’
এদিকে আগামী এপ্রিলে প্যারিস অলিম্পিক গেমসের বাছাইয়ে অংশগ্রহণ করবে সাবিনারা। এ টুর্নামেন্টের বাছাইপর্বে ‘বি’ গ্রুপে পড়েছে বাংলাদেশ। সাবিনাদের প্রতিপক্ষ ইরান, মায়ানমার ও মালদ্বীপ।