চার বছর আগের কোচকেই আবার নিয়োগ দিয়েছে বিসিবি। পিছিয়ে পড়ার নিদর্শন হলেও, এটিকে ইতিবাচক হিসেবেই দেখছেন ক্রিকেট সংশ্লিষ্টরা। বিসিবিও আশা করছে, আগের সাফল্যগুলো আবারও ধরা দেবে দেশের ক্রিকেটে।
২০১৫ ওয়ানডে বিশ্বকাপের ৮ মাস আগে হেড কোচ হিসেবে চন্ডিকা হাথুরুসিংহেকে নিয়োগ দিয়েছিলো বিসিবি। তার অধীনে কেবল ওই বিশ্বকাপেই নয়, ২০১৭ চ্যাম্পিয়ন্স ট্রফিতেও নিজেদের ক্রিকেটশক্তি হয়ে ওঠার দাবি জানিয়েছিলো বাংলাদেশ। এ যাবতকালে দেশের ক্রিকেটের সেরা সময় সেটিই। ১৮-তে তার সঙ্গে সম্পর্ক ছিন্ন করার পর আরও দু’বার কোচ বদলেছে বাংলাদেশ। তবে ফর্ম আর সাফল্যের মানদণ্ডে, হাথুরু পর্যন্ত আর পৌঁছানো হয়নি। তাই আবারো তার দ্বারস্থ হয়েছে বিসিবি। তিন ফরম্যাটের জন্যই আগামী দুই বছর জাতীয় দলের হেড কোচ চন্ডিকা হাথুরুসিংহে।
বিসিবি’ও অকপটে স্বীকার করছে, এসব কথা। আবারো ক্রিকেটকে সেই উচ্চতায় ফিরিয়ে নেয়ার লক্ষ্য তাদের। এই চার বছরে দেশের ক্রিকেট যে মোটেই এগোয়নি, হাথুরুকে ফিরিয়ে এনে বিসিবি সেটাই প্রমাণ করেছে বলে বিশ্বাস করেন বিশ্লেষকেরা।
বাংলাদেশের ক্রিকেটের সত্যিকারের উন্নয়ন করতে হলে, অন্তত আগামী বিশ্বকাপ পর্যন্ত হাথুরুকে সিদ্ধান্ত গ্রহণের সর্বোচ্চ ক্ষমতা দেয়ার পক্ষপাতী বিশ্লেষকেরা।