জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০২১-এ সর্বোচ্চ ৭টি বিভাগে সেরার স্বীকৃতি পেয়েছে ‘নোনা জলের কাব্য’। ইলিশ ধরা জেলেদের জীবনের গল্প নিয়ে ছবিটি নির্মাণ করে সেরা পরিচালিক ও কাহিনিকার নির্বাচিত হয়েছেন রেজওয়ান শাহরিয়ার সুমিত। এটি তার প্রথম চলচ্চিত্র।
২০০৮ সালে কুয়াকাটা ভ্রমণের সময়, সিডরে ক্ষতিগ্রস্ত জেলেদের সংগ্রাম রেজওয়ান শাহরিয়ার সুমিতের মনকে নাড়া দেয়। এরপর ফিকশন বানানোর জন্য চিত্রনাট্য লিখতে গিয়ে বেছে নেন, জেলেদের জীবনযাপনকে। যার নাম ‘নোনাজলের কাব্য’। মুক্তির পরই এটি প্রশংসা পায়, এবার পাচ্ছে স্বীকৃতি।
২০২১ সালের জাতীয় চলচ্চিত্র পুরস্কারে, তার ছবিটি সেরা চলচ্চিত্র, সেরা পরিচালক, সেরা অভিনেত্রী, সেরা পার্শ্ব-অভিনেতা, সেরা কাহিনীকার, সেরা শিল্প নির্দেশক এবং সেরা পোশাক ও সাজসজ্জা বিভাগে পুরস্কার পাচ্ছে।
‘নোনাজলের কাব্য’-র পর ‘তুফান আইতাছে’ নামের একটি তথ্যচিত্রের কাজ শুরু করছেন তিনি। এটিরও মূল বিষয় জেলেদের জীবন সংগ্রাম। এছাড়াও ‘মাস্টার’ নামে আরেকটি ছবির কাজ শুরু করেছেন সুমিত।