শুক্রবার, নভেম্বর ২২, ২০২৪
শুক্রবার, নভেম্বর ২২, ২০২৪

ডয়চে ভেলের সঙ্গে দীপ্ত প্লের সমঝোতা চুক্তি সম্পন্ন

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক
প্রকাশ: সর্বশেষ সম্পাদনা:

কাজী মিডিয়া লিমিটেড (দীপ্ত টিভি) এর ওটিটি প্ল্যাটফর্ম দীপ্ত প্লের সঙ্গে আনুষ্ঠানিক সমঝোতা চুক্তি সম্পন্ন করেছে জার্মানির আন্তর্জাতিক সম্প্রচারকেন্দ্র ডয়চে ভেলে (ডিডব্লিউ)।

এই চুক্তির অধীনে ডয়েচে ভেলের ভিডিও কনটেন্ট পাওয়া যাবে দীপ্ত প্লের ওয়েবসাইট (www.deeptoplay.com) ও অ্যাপে (https://onelink.to/98e5dx)।

এ চুক্তির মাধ্যমে ডয়েচে ভেলের কন্টেন্ট স্থান পাচ্ছে বাংলাদেশের ওটিটি প্ল্যাটফর্মে। যা দীপ্ত প্লের দর্শকদের জন্য হবে নতুন মাত্রা। এ প্রসঙ্গে ডয়েচে ভেলের বাংলাদেশে নিয়োজিত ডিজিটাল ডিস্টিবিউশন কো-অর্ডিনেটর নাজিয়া আদনিন বলেন, “ডয়েচে ভেলের উদ্দেশ্য বিশ্বব্যাপী তাদের কন্টেন্ট ছড়িয়ে দিতে এবং আমরা সব সময় চেষ্টা করি আমাদের কন্টেন্টগুলো ভালো প্রথম সারির গণমাধ্যম প্রচার করার। সেই সঙ্গে যারা সুস্থ ধারার বিনোদন নিয়ে কাজ করেন, তাদের সঙ্গে যুক্ত হতে। সেই ধারাবাহিকতায় দীপ্ত প্লে ওটিটির সঙ্গে আমাদের যাত্রা শুরু হলো।” তিনি আরো বলেন, ”সামনের দিনগুলোতে দীপ্ত টিভি পরিবারের সঙ্গে অনেক মানসম্মত কন্টেন্ট নিয়ে আমরা কাজ করবো বলে আশা রাখি”।

দীপ্ত টিভির হেড অব ডিজিটাল মিডিয়া, মোহাম্মদ আবু নাসিম বলেন, “দীপ্ত টিভি শুরু থেকেই সুস্থ ধারার বিনোদন নিয়ে কাজ করছে। সম্প্রতি আমরা আমাদের ওটিটি প্ল্যাটফর্ম দীপ্ত প্লে লঞ্চ করেছি।এই অল্প সময়ে দর্শকদের যে ভালোবাসা, সমর্থন আমরা পাচ্ছি, এটা প্রমাণ করে যে দীপ্ত টিভির মতো দীপ্ত প্লে মানুষের মনে জায়গা করে নিয়েছে। দর্শকদের আরো নতুন নতুন কন্টেন্ট দেওয়ার জন্য আমাদের ডয়েচে ভেলের সঙ্গে কন্টেন্ট পার্টনারশীপ করা হলাে। সামনের দিনগুলিতে আমরা আরো অনেক ধরনের কন্টেন্ট নিয়ে আসছি।”

৩১ জানুয়ারি ২০২৩ দীপ্ত টিভি কার্যালয়ে ডয়েচে ভেলের বাংলাদেশে নিয়োজিত ডিজিটাল ডিস্টিবিউশন কো-অর্ডিনেটর নাজিয়া আদনিনের উপস্থিতিতে সমঝোতা চুক্তি প্রক্রিয়া সম্পন্ন হয়। এ সময় উপস্থিত ছিলেন দীপ্ত টিভির প্রধান র্নিবাহী কর্মকর্তা ফুয়াদ চৌধুরী, হেড অব সেলস এন্ড মার্কেটিং মো. মোজাম্মেল হোসেন, হেড অব ডিজিটাল মিডিয়া মোহাম্মদ আবু নাসিম এবং ডিজিটাল মিডিয়ার সহকারি ব্যবস্থাপক (সেলস, ক্যাম্পেইন এন্ড পার্টনারশীপ) রবিউল ইসলাম রানা।

রবিউল ইসলাম রানা, নাজিয়া আদনিন ও মোহাম্মদ আবু নাসিম

আন্তর্জাতিক সম্প্রচারকেন্দ্র ডয়চে ভেলের যাত্রা শুরু হয় ১৯৫৩ সালে। ৬৭ বছর ধরে বিশ্বের মানুষকে সংবাদ ও তথ্য সরবরাহ করছে ডয়চে ভেলে৷ সময়ের সঙ্গে সঙ্গে জার্মানির আন্তর্জাতিক সম্প্রচারকেন্দ্রটির বৈচিত্র্যময়তা ও ব্যবহারের পরিধিও বিস্তৃত হয়েছে৷ ‘দূরবর্তী দেশগুলোর প্রিয় শ্রোতারা’ এই শব্দগুলো দিয়ে ১৯৫৩ সালের ৩ মে ডয়চে ভেলের কার্যক্রম শুরু করেন জার্মানির তখনকার প্রেসিডেন্ট টেওডোর হয়েস৷ জার্মানির রাজনৈতিক, অর্থনৈতিক এবং সাংস্কৃতিক চিত্র বিদেশে শ্রোতাদের কাছে তুলে ধরতে জন্ম হয়েছিল দেশটির আন্তর্জাতিক রেডিও কেন্দ্রটির৷

শুরুতে শর্টওয়েভে এবং শুধু জার্মান ভাষায় অনুষ্ঠান প্রচার করত ডয়চে ভেলে৷ সম্প্রচারকেন্দ্রটিতে প্রথম বিদেশি ভাষা যোগ করা হয় ১৯৫৪ সালে৷ আর ১৯৯২ সালে টেলিভিশন অনুষ্ঠান শুরু করে৷ এর কিছুদিন পরেই যাত্রা শুরু করে ইন্টারনেটে৷ ৩২টি ভাষায় সংবাদ পরিবেশন করে সংবাদমাধ্যমটি। ডয়চে ভেলের বাংলা বিভাগ চালু হয় ১৯৭৫ সালে৷ সে সময় শর্টওয়েভে ডয়চে ভেলের বাংলা অনুষ্ঠান বাংলাদেশ ও ভারতের পশ্চিমবঙ্গের শ্রোতাদের কাছে খুবই জনপ্রিয় হয়েছে৷ বর্তমানে বাংলাদেশে তাদের কার্যক্রম বাড়ছে।

আরও পড়ুন

সম্পাদক: এস এম আকাশ

অনুসরণ করুন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

স্বত্ব © ২০২৩ কাজী মিডিয়া লিমিটেড

Designed and Developed by Nusratech Pte Ltd.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More