সিরাজগঞ্জে প্রাইভেটকারের ছাদ খুলে ভিডিও করার সময় সেতুর রেলিংয়ে ধাক্কা খেয়ে রবিউল আজিম তনু নামে এক ব্লগার নিহত হয়েছেন।
শনিবার (৮ জুন) সকালে সিরাজগঞ্জ পৌর এলাকার ঐতিহ্যবাহী শতবর্ষী ইলিয়ট ব্রিজের ওপর এ ঘটনা ঘটে।
নিহত রবিউল আজিম তনু (২৫) সাতক্ষীরা জেলার কলারোয়া থানার গোপিনাথপুর গ্রামের মৃত লিয়াকত আলীর ছেলে।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সিরাজুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, ইলিয়ট ব্রিজটি অনেক পুরাতন হওয়ায় এর ওপর দিয়ে আগে থেকেই ভারী যান চলাচলে নিষেধ রয়েছে। যাতে ভারী যান চলাচল করতে না পারে সেজন্য সেতুর দুপ্রান্তে রেংলিয়ের সঙ্গে লোহার পাইপ দিয়ে আটকে দেওয়া হয়েছে।
ওসি আরো বলেন, রবিউল আজিম তনু এসএস রোডের বাসিন্দা মুখলেসুর রহমান নামে এক বন্ধুর দাওয়াতে তিন বন্ধুসহ সিরাজগঞ্জে বেড়াতে আসেন। শনিবার ভোরে একটি গাড়ির ছাদ খুলে ইলিয়ট ব্রিজের ওপর দিয়ে ভিডিও করতে করতে যাচ্ছিলেন। এ সময় সেতুর ওপর স্থাপন করা ওই পাইপে ধাক্কা লেগে গুরুতর আহত হন। পরে তার বন্ধুরা তাৎক্ষনিক ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।
শিশির/ আল / দীপ্ত সংবাদ