আলপনা গ্রাম হিসেবে পরিচিত পেয়েছে চাঁপাইনবাবগঞ্জের নাচোলের টিকোইল। এই গ্রামের প্রতিটি বাড়ির দেয়ালে আঁকা হয়েছে নানা রঙের ছবি। গ্রামটিতে ঢুকতেই চোখে পড়বে প্রায় প্রতিটি বাড়ির মাটির দেয়ালে আঁকা ফুল, পাখি, লতাপাতাসহ নানা রেঙ বেরঙের নকশা। চাঁপাইনবাবগঞ্জের নাচোলের প্রত্যন্ত এই গ্রামের নাম টিকোইল।
আগে লাল মাটি, সাদা মাটি ভিজিয়ে তৈরি রং দিয়ে আলপনা করা হতো। কিন্তু সেসব রং স্থায়ী না হওয়ায়, এখন চক পাওডার, আমের পুরাতন শাঁস চুর্ণ, কচু ও কলাগাছের কস দিয়ে তৈরি প্রাকৃতিক রং দিয়ে আলপনা করেন এ গ্রামের নারীরা। ব্যবহার করা হয় কৃত্রিম রংও। এরইমধ্যে গ্রামটি আলপনা গ্রাম হিসেবে পরিচিতি পেয়েছে।
কোন ধরনের প্রাতিষ্ঠানিক শিক্ষা না থাকলেও মনের মাধুরী মিশিয়ে এসব আলপনা করেন নারীরা। হিন্দু অধ্যুষিত এ গ্রামে ৮০-৯০টি পরিবারের বাস। আগে পূজা পার্বণে আলপনা আঁকতেন হিন্দু নারীরা। এখন কোন উপলক্ষ্য নয়, সবসময়ই বাড়ির দেয়ালে আলপনা করা হয়।