প্রতিটি শিক্ষার্থীর জন্য স্কাউট প্রশিক্ষণের ব্যবস্থা নিতে শিক্ষা মন্ত্রণালয়কে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বলেন, স্মার্ট বাংলাদেশ গড়তে দক্ষ জনশক্তির বিকল্প নেই। বুধবার গাজীপুরের মৌচাকে ৩২তম এশিয়া প্যাসিফিক ও একাদশ জাতীয় স্কাউট জাম্বুরির সমাপনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
১৯৭২ সালে বঙ্গবন্ধুর হাত ধরে “বাংলাদেশ স্কাউটস” এর পথচলা শুরু। হাজার তিনেক সেচ্ছাসেবী নিয়ে যাত্রা শুরু হলেও, এখন তা ২২ লাখ সদস্যের বড় এক পরিবার। চার বছর পর পর গাজীপুরের মৌচাকের জাতীয় স্কাউট প্রশিক্ষণ কেন্দ্রে শুরু হয়েছে জাম্বুরি। ১৯ জানুয়ারি শুরু হয়েছে এই ক্যাম্প।
বুধবার সকালে ৩২তম এশিয়া প্যাসিফিক ও একাদশ জাতীয় স্কাউট জাম্বুরীর সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এসময় স্মারক ডাক টিকেট অবমুক্ত করেন তিনি।
স্কাউটের উন্নয়নে সরকারের নানা পদক্ষেপের কথা জানান প্রধানমন্ত্রী। স্কাউট আন্দোলনকে সর্বত্র ছড়িয়ে দেয়ার আহ্বান জানান তিনি। সরকার প্রধান বলেন, দক্ষ জনশক্তির মাধ্যমেই স্মার্ট বাংলাদেশ গড়া সম্ভব। স্বাধীনতার সুফল ঘরে ঘরে পৌঁছে দেয়ার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
পরে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।