তুষারপাতের মধ্যেও, বানরের গোসল দেখতে ভিড় জমেছে জাপানের একটি পার্কে। প্রতিবছর শুধু এই দৃশ্য দেখতে পার্কটিতে যান হাজার হাজার দর্শনার্থী।
মূলত তুষার বানর হিসেবেই পরিচিত এরা। উত্তর জাপানের বনাঞ্চলে, চরম ঠাণ্ডা আবহাওয়ায় বাস, শান্ত স্বভাবের এসব বানরের। পর্যটকরা জানান জায়গাটা খুব সুন্দর আর বানরগুলো খুবই ভদ্র। নিজেদের মত ঘুরে বেড়াচ্ছে।
সাধারণত ডিসেম্বর থেকে মার্চ পর্যন্ত, এই অঞ্চলে তুষারপাত হয়। এটিই বিশ্বের একমাত্র স্থান, যেখানে বানররা হট স্প্রিংয়ে গোসল করতে আসে। অতিরিক্ত ঠাণ্ডায় এই উষ্ণ গরম পানি খুব উপভোগ করে এরা।
আনেকেই বলেন তারা কখনও এত কাছ থেকে বানর দেখেনি। ভয় পেলেও আবার ভালও লেগেছে। অন্যরকম এক অনুভূতি।
নাদানো পার্কটি প্রতিষ্ঠিত হয় ১৯৬৪ সালে। এটি জিগোকুদানি ইয়োকোয়ু নদীর উপত্যকায় অবস্থিত। অত্যন্ত খাড়া উপত্যকাটি ‘নরক উপত্যকা’ বা হেল ভ্যালি নামেও পরিচিত।