দুনিয়ার পাপমুক্তি ও আখেরাতের রহমত কামনায়, শেষ হলো বিশ্ব ইজতেমার ৫৬তম আয়োজন। আখেরি মোনাজাতে অংশ নেন সর্বস্তরের ধর্মপ্রাণ মুসলমান। পরিচালনা করেন- দিল্লির মওলানা ইউসুফ বিন সাদ কান্ধলভী।
টঙ্গীর তুরাগ তীরে দেশ-বিদেশের মুসলমানের মিলনমেলা- বিশ্ব ইজতেমা। লাখো মুসল্লিতে ঠাসা ময়দান। রবিবার ভোর থেকে আরও বড় হতে থাকে জমায়েত। উদ্দেশ্য- দ্বিতীয় ও শেষ পর্বের আখেরি মোনাজাতে অংশ নেওয়া। কয়েক ঘণ্টার মধ্যেই মূল জায়গা ছাড়িয়ে আশপাশের এলাকাও পরিণত হয় জনসমুদ্র।
দুপুর ১২টার কিছু পর শুরু হয় আখেরি মোনাজাত। পরিচালনা করেন দিল্লির নিজামুদ্দিন মারকাজের মুরুব্বি মওলানা সাদ কান্ধলভীর বড় ছেলে মওলানা ইউসুফ বিন সাদ কান্ধলভী। সৃষ্টিকর্তার দরবারে ইহকাল ও পরকালের কল্যাণের জন্য ফরিয়াদ করেন তিনি।
এসময় আমিন আমিন ধ্বনিতে মুখরিত হয় আশপাশ। অনেক মুসল্লি কান্নায় ভেঙে পড়েন। প্রায় পৌনে এক ঘণ্টার মোনাজাতে সবার কণ্ঠেই ছিল মহান রবের ক্ষমা ও রহমতের প্রার্থনা। বিশ্ব ইজতেমার এই পর্বে অংশ নেন মূলত দিল্লির মওলানা সাদ কান্ধলভীর অনুসারীরা। আর প্রথম পর্বে অংশ নিয়েছিলেন ঢাকার মওলানা মোহাম্মদ যুবায়েরের অনুসারীরা।