ধর্মপ্রাণ মুসলমানদের প্রদচারণায় এখন মুখর টঙ্গীর বিশ্ব ইজতেমা ময়দান। ফজরের নামাজের পরপরই সবাই ব্যস্ত হয়ে পড়েন ইবাদতে। এ পর্বে চার হাজারের বেশি বিদেশি মুসল্লি অংশ নিচ্ছেন। নিরাপত্তা নিশ্চিত করছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ১০ হাজার সদস্য।
শনিবার সকাল নয়টা। টঙ্গীর তুরাগতীর। ডানে-বাঁয়ে, সামনে-পেছনে যত দূর চোখ যায়, শুধু মুসল্লি আর মুসল্লি। কেউ বসে বয়ান শুনছেন, কেউ রান্নাবান্না করছেন, কেউবা ব্যস্ত আনুষঙ্গিক কাজে। মাঘের শীত আর ঘন কুয়াশা উপেক্ষা করে ইবাদত-বন্দেগিতে ব্যস্ত দেশ-বিদেশের ধর্মপ্রাণ মুসলমানরা।
এভাবেই এগিয়ে যায় বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বের দ্বিতীয় দিন। ফজরের নামাজের পর ভারতের মওলানা ইয়াকুব জিলানির বয়ানের মধ্য দিয়ে শুরু হয় আনুষ্ঠানিকতা।
নির্দিষ্ট খিত্তায় অবস্থান করছেন বেশির ভাগ মুসল্লি। তবে, স্থান সংকুলান না হওয়ায়, অনেককে এর বাইরেও থাকতে হচ্ছে।
তাবলিগ জামাতের দুপক্ষের বিরোধের কারণে, এবারও ইজতেমা হচ্ছে দুই পর্বে। প্রথম ধাপে অংশ নিয়েছেন ঢাকার মওলানা মোহাম্মদ যুবায়েরের অনুসারীরা। এই পর্বে অংশ নিচ্ছেন ভারতের মওলানা সাদ কান্ধলভির অনুসারীরা।
ময়দানের ভেতর-বাইরে কয়েক স্তরের নিরাপত্তা নিশ্চিত করছে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ। কাল আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে বিশ্ব ইজতেমার ৫৬তম আয়োজন।