সংসদ সদস্যদের (এমপি) শুল্কমুক্ত যানবাহন আমদানি সুবিধা প্রত্যাহারের প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী।
বৃহস্পতিবার (৫ জুন) ২০২৪-২৫ অর্থবছরে সংসদ সদস্যদের মোটর গাড়ি আমদানিতে ২৫ শতাংশ শুল্ক এবং ১৫ শতাংশ মূল্য সংযোজন কর (ভ্যাট) আরোপের প্রস্তাব করেছেন। ফলে গাড়ি আমদানিতে তাদের ৪০ শতাংশ শুল্ক কর দিতে হবে।
বাজেট বক্তৃতায় তিনি বলেন, আমরা সবাইকে কর দিতে এবং কর ফাঁকি দেয়ার সংস্কৃতি থেকে বেরিয়ে আসতে উৎসাহিত করছি।
সংসদ সদস্য (বেতন ও ভাতা) আদেশ, ১৯৭৩ এ প্রয়োজনীয় সংশোধনী আনার জন্য সংশ্লিষ্ট মন্ত্রীকে অনুরোধ করেছেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী।
২০২৪-২৫ অর্থবছরের বাজেটে ঋণের সুদ পরিশোধের ব্যয় ধরা হয়েছে এক লাখ ১৩ হাজার ৫০০ কোটি টাকা। এর মধ্যে অভ্যন্তরীণ ঋণের সুদ ৯৩ হাজার কোটি টাকা। আর বৈদেশিক ঋণের সুদ ২০ হাজার ৫০০ কোটি টাকা।
বাজেটে রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে পাঁচ লাখ ৪১ হাজার কোটি টাকা। এর মধ্যে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) লক্ষ্যমাত্রা চার লাখ ৮০ হাজার কোটি টাকা। এনবিআর বহির্ভূত কর ধরা হয়েছে ১৫ হাজার কোটি টাকা। করব্যতীত প্রাপ্তির লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৪৬ হাজার কোটি টাকা।
দেশের ১৮তম অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী এবারই প্রথম বাজেট পেশ করেছেন। এটি দেশের ৫৩তম বাজেট।