মেসি-রোনালদো দ্বৈরথের একটি বিশেষ টিকিট বিক্রি হয়েছে, ২৬ মিলিয়ন ডলার বা সাড়ে ২৭ কোটি টাকায়। বিশ্ব ফুটবল ইতিহাসে এটিই সবচেয়ে দামি টিকিট। মেসি-রোনালদোর দ্বৈরথ দেখতে অনলাইনে টিকিটের আবেদন করেন ২০ লাখ ফুটবলপ্রেমি। যদিও কিং ফাহাদ স্টেডিয়ামের ধারণ ক্ষমতা মাত্র ৬৮ হাজার।
এই ম্যাচকে ঘিরে সৌদি আরবের স্পোর্টস অ্যান্ড রিক্রিয়েশন মন্ত্রণালয় ‘বিয়ন্ড ইমাজিনেশন’ নামে একটি বিশেষ টিকিট নিলামে তোলে। যা বিক্রি হয়েছে ২৬ মিলিয়ন ডলার বা ২৭ কোটি ২৯ লাখ টাকায়। এটি কিনেছেন সৌদি নির্মাণ প্রতিষ্ঠান আকারওয়ানের মালিক মুশারফ আল ঘামদি।
বিশেষ এই টিকিটের মালিক বাড়তি সুযোগ সুবিধা পাবেন। ফুটবলারদের ড্রেসিং রুম থেকে শুরু করে মাঠে যাওয়া, ম্যাচ শেষে ডিনারে উপস্থিত থাকাসহ প্রায় সব জায়গাতেই যতে পারবেন তিনি। পাশাপাশি দুই মহাতারকা মেসি ও রোনালদোর সাথে ছবি তুলতে পারবেন।
এই টিকিট বিক্রির অর্থ সৌদি আরবের জাতীয় চ্যারিটি এহসান ফান্ডে জমা হবে। ব্যয় হবে দুস্থ ও এতিম শিক্ষার্থীদের কল্যাণে।