বাংলাদেশকে দ্বিতীয় ঘর মনে করেন ইরানের খ্যাতিমান চলচ্চিত্র নির্মাতা জোহরে জামানি। ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে যোগ দিয়ে এ কথা বলেন তিনি। কাজ করতে চান ঢাকাই সিনেমার সঙ্গে।
২০১০ সাল থেকেই ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অংশ নিচ্ছেন ইরানের এই চলচ্চিত্র নির্মাতা। এবারও এর ব্যাতিক্রম হয়নি। ২০০০ সালে চিত্রনাট্যকার হিসেবে কর্মজীবন শুরু করেন জোহরে জামানি। যুক্ত হন ইরানের ইয়ুথ সিনেমা সোসাইটির সঙ্গে। নানা প্রতিবন্ধকতা পেরিয়ে থিতু হন চলচ্চিত্র নির্মাণে। একে একে নির্মাণ করেছেন ১০টির বেশি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ও তথ্যচিত্র।
জোহরে জামানি “আপনি যখন একজন নারী নির্মাতা, তখন সবাই আপনার উপর আস্থা রাখতে পারবে না, যে আস্থা তারা পুরুষ নির্মাতাদের উপর রাখতে পারে। নারীরা সবসময় তার পথ খুঁজে বের করে এগিয়ে যায়।”
জানালেন- বাংলাদেশ নিয়ে নিজের অনুভূতি ও ভালোবাসার কথা।
তিনি আরও বলেন “যখন ঢাকায় আসি, তখন নিজেকে বিদেশি মনে হয় না। অনুভব করি- আমি নিজের দেশেই আছি। বাংলাদেশ আমার দ্বিতীয় ঘর।”
”দ্য বেয়ারফুট লিডার” তথ্য চিত্রের জন্য আন্তর্জাতিক অঙ্গনে বেশ খ্যাতি পেয়েছেন জোহরে জামানি।