নেপালের পোখারায় ইয়েতি এয়ারলাইন্সের বিধ্বস্ত উড়োজাহাজের ককপিট ভয়েস রেকর্ডার এবং ফ্লাইট ডেটা রেকর্ডার খুঁজে পেয়েছেন উদ্ধারকর্মীরা। ৭২ আরোহীর মধ্যে এখনো চারজনের সন্ধান মেলেনি।
স্থানীয় সময় রবিবার সকালে ইয়েতি এয়ারলাইন্সের এটিআর সেভেনটি টু-ফাইভ হানড্রেড উড়োজাহাজ পোখরায় নামার পথে বিধ্বস্ত হয়। ফ্লাইটে থাকা ৭২ আরোহীর মধ্যে ৬৮ জনের মরদেহ পাওয়া গেছে। বাকি চারজনের খোঁজে অভিযান চলছে। তবে কাউকে জীবিত পাওয়ার আশা দেখছেন না উদ্ধারকর্মীরা।
বিমানটিতে ক্যাপ্টেন কামাল কেসির সঙ্গে কো পাইলটের আসনে ছিলেন অঞ্জু খাতিওয়াদা। নেপালের বিরাটনগর থেকে স্কুলজীবন শেষ করে ভারতে উচ্চশিক্ষা গ্রহন করেন তিনি। এর মধ্যে অঞ্জুর বিয়ে হয় দীপক পোখারেলের সাথে। তাদের ২২ বছর বয়সী একটি মেয়ে আছে।
২০০৬ সালের জুনে উড়োজাহাজ বিধ্বস্ত হয়ে প্রাণ হারান অঞ্জুর স্বামী দীপক পোখারেল। তিনি ছিলেন কো-পাইলট। ইয়েতি এয়ারলাইনসেরই একটি বিমান জুমলা বিমানবন্দরে বিধ্বস্ত হয়ে দীপকসহ প্রাণ হারান ১০ আরোহী।
স্বামীর মৃত্যুর পরই পাইলট হওয়ার শপথ নেন অঞ্জু। পড়ার জন্য যান যুক্তরাষ্ট্রে। স্বামীর মৃত্যুর চার বছরের মাথায় পড়াশোনো শেষ করে যুক্তরাষ্ট্র থেকে নেপালে ফিরে কাজে যোগ দেন অঞ্জু।
দীপকের মৃত্যুর পর সুভাষ কেসি নামে কাঠমাণ্ডুর এক ব্যবসায়ীকে বিয়ে করেন তিনি। অঞ্জু ও সুভাষ দম্পতির সাত বছরের একটি ছেলে আছে।