বাংলাদেশসহ বিভিন্ন রাষ্ট্রের আলেমদের বয়ানের মাধ্যমে চলছে বিশ্ব ইজতেমার দ্বিতীয় দিন। আজ ময়দানে মুসল্লির সংখ্যা অনেক বেড়েছে। এখন পর্যন্ত ছয় জনের মৃত্যু হয়েছে। কাল বেলা এগারোটার দিকে হবে আখেরি মোনাজাত।
টঙ্গীর তুরাগ তীরে শুক্রবার ফজরের নামাজের পর, আমবয়ানের মাধ্যমে শুরু হয় বিশ্ব ইজতেমার দ্বিতীয় দিনের আনুষ্ঠানিকতা। ৯টার পর বয়ান শুরু করেন তাবলিগ জামাতের দেশ-বিদেশের নামকরা মুরুব্বিরা। দিনভর মনযোগ সহকারে তা শোনেন মুসল্লিরা।
ময়দানের খিত্তায় জায়গা না পেয়ে, আশপাশের সড়ক ও সড়কদ্বীপে অবস্থান করছেন অনেকে। জনসমাগম বেশি হওয়ায়, পানিসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের সংকট দেখা দিয়েছে বলে অভিযোগ মুসল্লিদের।
কাল আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে বিশ্ব ইজতেমার প্রথম পর্ব। মুসুল্লিরা ময়দান না ছেড়ে যাওয়া পর্যন্ত, নিরাপত্তা নিশ্চিত করবে পুলিশ। ২০ জানুয়ারি শুরু হবে ইজতেমার দ্বিতীয় পর্ব। শেষ হবে ২২ জানুয়ারি।